× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরমে ডিপিএল এগিয়ে আনার ভাবনায় সিসিডিএম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ০০:৪১ এএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ০০:৪৪ এএম

গরমে ডিপিএল এগিয়ে আনার ভাবনায় সিসিডিএম

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। ইতোমধ্যেই বাংলাদেশ দেখেছে ৫৮ বছরে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। এই গরমেই চলছে ডিপিএল। এই নিয়ে অভিযোগ আছে আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের। তার চাওয়া, আবহাওয়া বিবেচনায় যেন এগিয়ে আনা হয় টুর্নামেন্টটি। তার সঙ্গে একমত টুর্নামেন্ট আয়োজক সিসিডিএমও। তাদের ভাবনাচিন্তাতেও আছে পরের আসরগুলো এগিয়ে আনার।

আরও পড়ুন : ঈদের ‘দুঃখ’ ম্লান দূরযাত্রার রোমাঞ্চে

সাধারণত মার্চ-এপ্রিলে আয়োজন করা হয় ডিপিএল। প্রতিবারই ডিপিএলের সঙ্গী হয় অতিরিক্ত গরম বা বৃষ্টির সমস্যা। এই সমস্যা সমাধানে তাই ডিপিএল শীতকালে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে সিসিডিএম। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

এর আগে গতকাল বিকেএসপিতে ম্যাচ শেষে গরম নিয়ে অভিযোগ তোলেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘ছেলেদের ধন্যবাদ দেই। আম্পায়ার যারা গরমে ম্যাচ পরিচালনা করেছে। গরমে করাটা সহজ না। ছেলেরা বারবার অভিযোগ করছে। তার পরামর্শ ছিল পারলে টুর্নামেন্টের সময়সূচিতে যাতে আসে পরিবর্তন, ‘বোর্ড পরিচালক হিসেবে আমি জানি কঠিন, তারপরেও আমাদের পরিকল্পনা করতে হবে, প্রিমিয়ার লিগের অন্য কোনো জায়গা করতে পারি কি না।’

সুজনের ওই অভিযোগের পর সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগামী আসর থেকে টুর্নামেন্ট এগিয়ে আনার চিন্তাভাবনা চলছে। তার ভাষ্য, ‘এটা বেশ কয়েকদিন ধরেই আলাপ আলোচনা চলছে। আমরা কয়েকদিন ধরে উপলব্ধি করতেছি, গরম না হয়ে এই সময়ে বৃষ্টিও হতে পারত। এটা বৃষ্টির সময়। এসব চিন্তাভাবনা করে আগামী দিনের কথা ভাবা হচ্ছে। এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সামনে এটা নিয়ে বসব। আমরা চাচ্ছি কীভাবে নভেম্বর-ফেব্রুয়ারির মধ্যে করা যায়।’ বিষয়টি অবশ্য সিসিডিএমের জন্য সহজ হবে না। বিসিবির অনুমতিরও দরকার আছে। সেটা নিয়ে আলী হোসেনের বক্তব্য, ‘আমাদের সিসিডিএমের নীতিনির্ধারণে আলোচনা আছে, তারপর বোর্ডের ব্যাপার আছে। যেহেতু এটা আমাদের লিস্ট এ টুর্নামেন্ট।’

সিসিডিএমে বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকলেও তাদের চাওয়া টুর্নামেন্ট এগিয়ে আনার। আলী হোসেন বলেন, ‘প্রিমিয়ার ডিভিশন তো। এখনও প্রাথমিক পর্যায়ে আছে। আমাদেরও চাওয়া যেন মৌসুমের প্রথম দিকে হয়।’

আগামীকাল মিরপুরে সিসিডিএমের পূর্বনির্ধারিত সভা অনুষ্ঠিত হবে। সেখানে এই নিয়ে কোনো আলোচনা হবে কি না সেটা অবশ্য নিশ্চিত নয়। ওই সভার মূল বিষয় এবারের লিগ। বিষয়টি নিশ্চিত করেছেন আলী হোসেন। তিনি বলেন, ‘ওইটা (পরবর্তী সভা) তো শুধুমাত্র সুপার লিগ, রেলিগেশন লিগ, প্রথম রাউন্ডে কোনো ভুল হলো কি না এটা নিয়ে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা