× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাইলফলক ছুঁয়ে বাবরের স্মৃতিচারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২৩:২৯ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২৩:৩২ পিএম

মাইলফলক ছুঁয়ে বাবরের স্মৃতিচারণ

একসময় বলবয় হিসেবে মাঠের বাইরে ছুটতেন। চোখে ছিল রঙিন স্বপ্ন। সেই বলবয় বাবর আজম পেছনে ফেলে এসেছেন অম্লমধুর সব স্মৃতি। তিনি এখন পাকিস্তানের অধিনায়ক, দলের অন্যতম সেরা ব্যাটার। নিউজিল্যান্ডকে হেসেখেলে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার পর স্মৃতিচারণ করলেন ২৮-বর্ষী তারকা। ছোট ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের জার্সিতে শততম ম্যাচ খেলার পর বাবর বলেছেন, কল্পনাকেও ছাড়িয়ে গেছে বাস্তব।

আরও পড়ুন : মেসির সঙ্গে বেনজেমা-লুকা মদ্রিচকেও চায় সৌদি

পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ফিরেছিলেন। কিন্তু ব্যর্থ ছিলেন তারা। দলের হাল ধরেছিলেন ফখর জামান ও সাইম আইয়ুব। তাতেই স্বাগতিকরা তোলে ১৮২ রান। বোলিংয়ে বাকি কাজ সামলেছেন হারিস রউফ, জামান খান ও শাহিন শাহ আফ্রিদি। তিন পেসারের তোপে তিন অঙ্কও ছুঁতে পারেনি নিউজিল্যান্ড। গুটিয়ে গেছে ৯৪ রানে, পাকিস্তান হেসেখেলে তুলেছে ৮৮ রানের বড় জয়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের সেই বলবয় জাতীয় দলের হয়ে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর বলেছেন, ‘কখনও এতটা ভাবতে পারিনি। এতদূর আসার প্রত্যাশাও করিনি। এই মাঠে সীমানা দড়ির বাইরে বলবয় হিসেবে ছোটাছুটি করার দিনগুলো এখনও মনে আছে। সেখান থেকে আজকের আমি এখানে... এটা অনেক বড় সম্মান।’

শুক্রবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারায় পাকিস্তান। মাইলফলক ছোঁয়ার দিনে সফল হতে পারেননি বাবর। তৃতীয় উইকেটে সাইম আইয়ুব ও ফখর জামানের ৭৯ রানের জুটি দলকে স্বস্তি এনে দেয়। আইয়ুব ২৮ বলে ৪৭ রান করে রানআউট হন। ৩৪ বলে ৪৭ করেন ফখর। ফাহিম আশরাফ ১৬ বলে করেন ২২ রান। ১৩ বলে ১৬ করেন ইমাদ ওয়াসিম।

কিউইদের হয়ে ম্যাট হেনরির হ্যাটট্রিকের কারণে পুরো ২০ ওভারও খেলতে পারেনি পাকিস্তান। ১৩তম ওভারের শেষ দুই বলে শাদাব খান (৫) ও ইফতিখার আহমেদকে (০) ফিরিয়েছিলেন হেনরি। ১৯তম ওভারের প্রথম বলে ফেরান শাহিন আফ্রিদিকে (১)। পাকিস্তান ১৯.৫ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায়।

হেনরির ৩ উইকেট ছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে ও বেন লিস্টর। জেমস নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট নিয়েছেন।

১৮৩ রান তাড়ায় শুরু থেকেই স্বাগতিক বোলারদের দাপটে একের পর এক উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। হারিস রউফ এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন। একাই ৪ উইকেট তুলে নেন। নিউজিল্যান্ড মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায়। কিউইদের মধ্যে সর্বোচ্চ রান মার্ক চ্যাপম্যানের, ২৭ বলে করেছেন ৩৪ রান। এ ছাড়া ওপেন করতে নেমে টম লাথাম ২৪ বলে ২০ করেছেন। ১৫.৩ ওভারে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ৮৮ রানে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

পাকিস্তানের রউফের ৪ উইকেট ছাড়াও দুটি উইকেট নিয়েছেন ইমাদ ওয়াসিম। এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা