× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চে রিয়াল-চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১৪:২১ পিএম

শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চে রিয়াল-চেলসি

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রস্তুত শক্তিমত্তা প্রদর্শনের মঞ্চ। আভাস জম্পেশ লড়াইয়ের। পরিসংখ্যান মতে, আজ রাত ১টায় চেলসির দিকে ঝুঁকে থাকবে পাল্লা। সাম্প্রতিক ফর্ম বলছে ভিন্ন কিছু। চ্যাম্পিয়নস লিগের খেলা, সাম্প্রতিক ফর্ম, ধুঁকতে থাকা প্রতিপক্ষ আর ঘরের মাঠ- কয়েকটি বিবেচনায় আশায় বুক বাঁধতে পারে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন : ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্নের মুখে ওয়ার্নার

তবে সমীকরণ যেন এমন হয়ে দাঁড়িয়েছে, চ্যাম্পিয়নস লিগের নক আউটে মুখোমুখি হবে দুদল- শক্তি, সামর্থ্য আর দক্ষতার ফুলঝুরি ছুটিয়ে যারা জিতবে তাদের হাতেই উঠবে শিরোপা। কাকতাল হলেও শেষ দুই মৌসুমে দুই দলের খেরো খাতা এমনটি বলছে। টানা তিনবার চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। ২০২০-২১ মৌসুমে সেমিফাইনালে রিয়ালকে হারিয়ে দিয়েছিল চেলসি, ওইবার শিরোপাও জিতে নেয়। পরের আসরে কোয়ার্টার ফাইনালে চেলসিকে বিদায় করে রিয়াল মাদ্রিদ। সেবারের ট্রফিও ওঠে রিয়ালের ঘরে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত সাতবার মুখোমুখি দেখায় চেলসিকে মোটে একবার হারাতে পেরেছে রিয়াল, যা চেলসির রেকর্ড। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির বিপক্ষে অন্তত পাঁচটি ম্যাচ খেলেছে এমন ইউরোপের ক্লাবের ভেতর চেলসির জয়ের হার ১৪ শতাংশ, যা ব্লুজদের জন্য সর্বোচ্চ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর মহারণে নামার আগে সবশেষ পাঁচ ম্যাচে দুটি করে হেরেছে দুদল। নতুন কোচের অধীনে থাকা চেলসি সেখানে অনেকখানি পিছিয়ে। সবশেষ পাঁচ ম্যাচে তারা জিততে পেরেছে মোটে একটি ম্যাচ। নিজেদের সবশেষ পাঁচ দেখায় অবশ্য দুটি করে জয় তুলেছে দুদল। অন্যটি হয়েছে ড্র। নিজেদের সব শেষ ম্যাচেও হেরে বসেছে দুদল।

পুরোনো বছরের স্মৃতি ধরে রেখে যদিও আত্মবিশ্বাসী রিয়াল কোচ, ‘আগেরবার থেকে এবার কোনো পরিবর্তন নেই। আমরা আত্মবিশ্বাসী, আমার মনে হচ্ছে এটি খুব বেশি একই এবং আমরা মোটিভেটেট আছি।’

মৌসুমে জয়ের ধারায় ফিরতে মরিয়া চেলসি। প্রিমিয়ার লিগের শেষ চার তো অনেক দূরে, শেষ দশের মাঝেও নেই ব্লুজদের ক্লাব। ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগ বাদে দলটি খুইয়ে বসেছে সব প্রতিযোগিতার ট্রফি জয়ের সম্ভাবনা। 

টমাস টুখেল, গ্রাহাম পটার এবং এখন ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে মৌসুম কাটাচ্ছে চেলসি। নতুন ম্যানেজার ল্যাম্পার্ড ইউরোপ-সেরার মঞ্চকে মিশন বলেই ভেবে নিচ্ছেন, ‘আমার মিশন? সর্বোচ্চ পর্যায়ে আত্মবিশ্বাস আনতে আমি দলের সঙ্গে থাকব। লক্ষ্য অটুট রেখে আমরা অনেক বেশি ম্যাচ জিততে চাই। এটাই এখন আমার দেওয়া সবচেয়ে সহজ উত্তর।’

তবে চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল রিয়ালের বিপক্ষে আনকোরা দলটি নিয়েই আশা দেখতে চান ল্যাম্পার্ড। লড়াই কঠিন হলেও স্রেফ জয়ে চোখ রাখছেন তিনি, ‘প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমাদের স্কোয়াডের সব খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখতে হবে। আমরা ম্যাচটি জিততে চাই।’

চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবের বিপক্ষে সবশেষ তিন দেখায় জয় তুলে ম্যাচে এগিয়ে থাকবে রিয়াল। করিম বেনজেমা, ভিনিসিউসদের আক্রমণ আর মাঝমাঠে টনি ক্রুস, লুকা মদ্রিচদের বাধা এবং সবশেষে রক্ষণের শক্ত দেয়াল ও থিবো কর্তোয়াকে পরাস্ত করতে হবে গোলখরায় ভোগা চেলসিকে। তাহলেই মিলবে উত্তর। ইতিহাসের নাকি গত মৌসুমের পুনরাবৃত্তি হচ্ছে, বার্নাব্যুতে আসবে সব প্রশ্নের উত্তর।

মুখোমুখি সবশেষ ৫

            সাল              ফল

জুলাই, ২০১৬ রিয়াল ৩ : ২ চেলসি

এপ্রিল, ২০২১ রিয়াল ১ : ১ চেলসি

মে, ২০২১ চেলসি ২ : ০ রিয়াল

এপ্রিল, ২০২২ চেলসি ১ : ৩ রিয়াল

এপ্রিল, ২০২২ রিয়াল ২ : ৩ চেলসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা