× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌম্যকে ঘিরে হতাশা, আফিফ ছন্দে, সাইফুদ্দিন ভালো করছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩ ১২:১৫ পিএম

আপডেট : ১২ এপ্রিল ২০২৩ ১২:১৯ পিএম

সৌম্যকে ঘিরে হতাশা, আফিফ ছন্দে, সাইফুদ্দিন ভালো করছেন

ব্যাটে রান নেই। জাতীয় দলে জায়গা হারিয়েছেন সৌম্য সরকার। ছন্দহীন সৌম্য ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে পারছেন না। তার ছন্দহীনতায় সমর্থকদের মতো হতাশ বিসিবির নির্বাচকরা। গতকাল ফতুল্লায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হতাশা চেপে রাখেননি নির্বাচক হাবিবুল বাশার সুমন। সরাসরিই বলে দেন, ‘হতাশ।’

আরও পড়ুন : মোহামেডান উজ্জ্বল, সাকিব ম্লান!

ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন সৌম্য সরকার। তার ব্যাটে ৯ ম্যাচে ২০.১৩ গড়ে এসেছে ১৬১ রান। বল হাতেও সাফল্য নেই। ৬ ইনিংসে শিকার মাত্র তিন উইকেট। প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারছেন না সেটা সরাসরি বলেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন, ‘সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না।’ প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও জাতীয় দলে সৌম্যর আগের পারফরম্যান্সের কথা ভোলেননি হাবিবুল বাশার, ‘বাংলাদেশের পক্ষে তার অনেক ম্যাচ জেতানো ভালো পারফরম্যান্স আছে। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না।’

ঘরোয়া ক্রিকেটে সৌম্যর খারাপ খেলা নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবুও সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন রাখতে চান না এই নির্বাচক, ‘এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। ওর সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।’

সৌম্যকে ভালো করতে করণীয় তার নিজেকে ঠিক করতে হবে। অভিজ্ঞতার বিচারে সেই কাজ ভালো জানার কথা সৌম্যর। সেটাও মনে করিয়ে দেন হাবিবুল, ‘মাঝে মাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও অনেক দিন ধরে খেলছে, নতুন ক্রিকেটার নয়। যথেষ্ট অভিজ্ঞ। মানসিক সমর্থন তো সব সময় পায়। নিজেকে ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, কীভাবে ব্যাটিং করতে চায়।’ সৌম্যকে আলাদা করে কিছু বোঝাতে হবে না সেটাও মনে করিয়ে দেন, ‘নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। নিজেই বুঝতে হবে।’

জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন আবাহনীর জার্সিতে নিজেকে প্রমাণ করছেন। যদিও জাতীয় দলের মতো ফিনিশার নন, আকাশি-নীলদের হয়ে খেলছেন ৪-৫ নম্বর পজিশনে। জাতীয় ফিরলে ঘরোয়া ক্রিকেটের ওই জায়গাটা ফিরে পাবেন কি না সেটা নিশ্চিত নন হাবিবুল বাশার, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রান করছে। জাতীয় দলে তো জাতীয় দলের ব্যাটিং পরিকল্পনা দেখতে হবে। যারা জাতীয় দলে রান করছে সেখানে তো তাকে নিতে পারব না। দলে থাকলে কম্বিনেশন ও পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয়।’

ঘরোয়া ক্রিকেটে আফিফ ছাড়াও রানে আছেন আরও কিছু ক্রিকেটার। তাদের ছন্দটা অবশ্য নির্বাচকদের চিন্তা কমিয়ে এনেছে, ‘সামনে অনেক খেলা আছে। বাইরে যারা আছে তাদের ফর্ম খুব দরকার।’

বাদ পড়াদের মতো নতুন মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়েও কথা বলেছেন হাবিবুল বাশার। তাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে চান তারা। মৃত্যুঞ্জয়ের দলে অন্তর্ভুক্তিতে সাইফউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জেগেছে প্রশ্ন। অবশ্য সাইফউদ্দিনের জন্য আশার বাণী শুনিয়েছেন হাবিবুল বাশার, ‘আমাদের তো দুজন বাঁহাতি বোলার আছে শরিফুল (ইসলাম) ও মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান)। যদি ভবিষ্যতে তৈরি করতে হয় সেই ভাবনা থেকেই তাকে (মৃত্যুঞ্জয়) নেওয়া।’ সাইফউদ্দিনের বিষয়ে বলেন, ‘সাইফউদ্দিন ভালো করছে। ও আমাদের হাতে আছেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা