× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় শুরু ঢাকায়ই শেষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ০১:২৯ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ০৪:৫২ এএম

ঢাকায় শুরু ঢাকায়ই শেষ

২০০৩ সালে ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টেস্টে আম্পায়ারিংয়ে পা রাখেন আলিম দার। সেই থেকে শুরু করে সবচেয়ে বেশি ১৪৫ টেস্ট পরিচালনার কীর্তি গড়েছেন। ঢাকায় শুরু করা আলিম দার বিদায়ও নিলেন একই শহর থেকে। দীর্ঘদিন এলিট প্যানেলে থাকা আলিম দারকে আর কখনোই টেস্ট পরিচালনা করতে দেখা যাবে না। আন্তর্জাতিক ম্যাচে অবশ্য আরও কিছুদিন দেখা যাবে।

আরও পড়ুন : বিসমাহর উত্তরসূরি নিধা

৫৪ বছর বয়সি আলিম দার চার বিশ্বকাপ ফাইনালসহ মোট ৪৩৯ ম্যাচ পরিচালনা করেছেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিন বছর নির্বাচিত হয়েছিলেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। দীর্ঘ ক্যারিয়ারে শেষ টেস্টে গার্ড অব অনারের সম্মানটাও পেয়েছেন আলিম দার।

গতকাল মিরপুরে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়রা দিয়েছেন গার্ড অব অনার। এ ছাড়া বিসিবি থেকে সম্মাননা তুলে দেওয়া হয়েছে তার হাতে। সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনা করা আলিম দার দীর্ঘতম সময় ছিলেন এলিট প্যানেল আম্পায়ার। ২০০৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর এলিট প্যানেলে ছিলেন। এই সময়ে বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ ৫২ ম্যাচ পরিচালনা করেছেন। সর্বোচ্চ ৭২ ম্যাচ পরিচালনা করেছেন ইংল্যান্ড। নিজ দেশ পাকিস্তানে তার পরিচালনা করা ম্যাচের সংখ্যা ৫৮। এলিট প্যানেল থেকে সরে যাওয়ার মুহূর্তে আইসিসির বিবৃতিতে আলিম দার বলেন, ‘লম্বা পথ পাড়ি দেওয়ার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে আমি কাজ চালিয়ে যেতে চাই, তবু মনে হয়েছে এলিট প্যানেল ছেড়ে দেওয়ার এটিই সময়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা