× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোলিং প্রসঙ্গে সাকিব

সব অস্ত্রের ব্যবহার দরকার নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ০০:৫৯ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ০১:০৩ এএম

 সব অস্ত্রের ব্যবহার দরকার নেই

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে সাকিব আল হাসান হাত ঘুরিয়েছেন মাত্র ১৬ ওভার। শেষ কবে টেস্টের দুই ইনিংসে এত কম ওভার বোলিং করেছেন তিনি? সেই উত্তর খুঁজে পাওয়া যাক বা না যাক, অধিনায়ক সাকিবের ভরসা এখন দলের অন্য বোলাররা।

আরও পড়ুন : টাকার হিসাব চাইলে সালাউদ্দিনের মাথা খারাপ হবে : পাপন

আয়ারল্যান্ডের বিপক্ষে সাকিব কেন কম বোলিং করেছেন, এই প্রশ্নের উত্তর প্রতিদিনই খুঁজেছেন সাংবাদিকরা। বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পরামর্শ ছিল সাকিবকেই যেন এই প্রশ্ন করা হয়। গতকাল সাকিব জানান অন্যদের ওপর ভরসা রাখায় বোলিংয়ে আসেননি।

‘না, ওরকম কোনো ব্যাখ্যা নেই। কাউকে বোলিং করতে হবে এমন কথা নেই। আপনার কাছে পাঁচ-ছয়টা অস্ত্র থাকলে সব ব্যবহার করার দরকার নেই।’- বলেন সাকিব। আইরিশরা ব্যাটিংয়ে থিতু হওয়া জুটি ভাঙতেও বল হাতে তুলে নেননি। বড় জুটি ভাঙতে কেন তার বোলিং করাটা জরুরি তার কারণ অস্পষ্ট সাকিবের কাছে। অন্যদের ২০ উইকেট নেওয়ার যোগ্যতা আছে সেটাই মনে করিয়েছেন।

সাকিবের ভাষ্য, ‘আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না? আমাদের যথেষ্ট বোলার আছে ২০ উইকেট নেওয়ার মতো। ওদের প্রতি আমার বিশ্বাস আছে। এটা ওরা করে দেখিয়েছে।’ ঢাকা টেস্টে উইকেট থেকে খুব বেশি সুবিধা আদায় করতে পারেননি বোলাররা। মিরপুরের এমন উইকেটে খেলতে পেরে খুশি সাকিব, ‘এমন উইকেটে খেলা হয়েছে, যেখানে আমরা এত বেশি খেলি না। প্রথম তিন দিন খুব ভালো ব্যাটিং উইকেট ছিল। মিরপুরে টানা তিন দিন উইকেট এত ব্যাটিংবান্ধব থাকে না। এমনকি আজকেও অনেক ভালো ব্যাটিং উইকেট ছিল।’

দলের বোলিংয়ে খুশি সাকিব টেস্ট জিততে বেশি বোলার খেলানোর পক্ষে। রক্ষণাত্মক খেলতে একাদশে বোলার বাড়াবেন, ‘২০ উইকেট নিতে হলে বোলিং অপশন বেশি লাগবে, এটার বিকল্প নেই। রক্ষণাত্মক চিন্তাভাবনা বা ড্র করার চিন্তা থাকলে আপনি কম বোলার নিয়ে নামতে পারবেন। জিততে চাইলে পাঁচ-ছয়জন বোলারের সুবিধা নিয়ে খেলবেন।’

টেস্টে বাংলাদেশ একাদশে নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ-তাইজুল ইসলামের ওপর ভরসা রাখছেন সাকিব। মিরাজের কারণে বোলার বাড়ছে সেটাও কাজে আসছে। এ ছাড়া তাইজুলের লম্বা সময় বোলিং করতে পারার প্রশংসাও করেছেন। সাকিব বলেন, ‘মিরাজও এমন ব্যাটার যে সাতেও ব্যাট করতে পারে। তাহলে বোলিং অপশন বেড়ে যাচ্ছে। এটা দলের জন্য ভালো। সবাই বিশ্রাম পাবে, চাপ পড়বে না কারও ওপর। এখন তাইজুল অনেক বোলিং করছে। আলহামদুলিল্লাহ ভালো করছে, তবে অপশন বাড়ানোর সুযোগ হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা