× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টে তাদের রানে ফেরা জরুরি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ০৮:০০ এএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ০৮:০৭ এএম

টেস্টে তাদের রানে ফেরা জরুরি

মিরপুর টেস্ট দিয়ে চার মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে বাংলাদেশের। ভারত সিরিজের পর টেস্ট দলে এসেছে পরিবর্তন। তামিম ইকবাল ফিরেছেন টেস্ট দলে। জায়গা ধরে রেখেছেন মাহমুদুল হাসান জয়। বলার মতো পারফর্ম না করেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবেন তারা। তামিম-জয়ের মতো অবস্থায় আছেন নাজমুল হোসেন শান্ত। সীমিত ওভারে নিয়মিত রান পেলেও টেস্ট ফরম্যাটের শেষ কয়েকটি ম্যাচ শান্তর জন্য ছিল বিভীষিকাময়। বাংলাদেশের টপ অর্ডারের এই তিন ব্যাটারের জন্য রানে ফেরাটা তাই ভীষণ জরুরি। শুধু তাদের ব্যক্তিগত লাভের জন্য নয়, তাদের ফর্মে ফেরাটা আদতে বাংলাদেশের জন্য লাভজনক।

আরও পড়ুন : স্পোর্টিং উইকেট, আক্রমণাত্মক ক্রিকেটের উত্তাপ

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল টেস্টে ফিরছেন দীর্ঘ ৯ মাসের বিরতির পর। ইনজুরির কারণে অবশ্য সাত মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। অধিনায়ক হিসেবে ওয়ানডে ফরম্যাটে সুযোগ পাওয়া তামিম জায়গা করে নিয়েছেন টেস্ট দলেও। তবে বলার মতো কোনো সাফল্য নেই তার ব্যাটে। তার খেলা সর্বশেষ তিন টেস্টের ছয় ইনিংসে নেই কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৬ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেটাও গত বছরের জুনে। ২০২২ সালে ৫ টেস্টে খেলেছিলেন তামিম ইকবাল। ৯ ইনিংসে একবার সেঞ্চুরির কোটা পূর্ণ করা ছাড়া বলার মতো আর কোনো স্কোর নেই তার। আয়ারল্যান্ডের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিশ্চয় রানে ফেরার তাড়না থাকবে তার। তামিমের রানে ফেরাটা মুহূর্তের ব্যাপার বলে মনে করেন সাবেক ওপেনার জাভেদ ওমর, ‘তামিম চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে যেকোনো মুহূর্তে রানে ফিরতে পারে। যেহেতু সে ৯ মাস পর দলে ফিরবে, সে নিজেই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছে। সে রানে ফিরতে পারবে।’

তামিমের মতো ব্যাট হাতে ব্যাডপ্যাচে আছেন মাহমুদুল হাসান জয়ও। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে বিভীষিকাময় অভিষেকের পর ঘাবড়ে যাননি। নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে যাওয়ার আগে এক টেস্টে করেন ৭৮ রান। দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরে করেন ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। এরপরই হাওয়ায় মিলিয়ে যায় তার স্বর্ণালি সময়। আফ্রিকা থেকে ফেরার পর চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ রানের ইনিংস ছাড়া বলার মতো কোনো ইনিংস নেই তার। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর একাদশ থেকে বাদ পড়েন। ভারত সফরে দলে থাকলেও একাদশে জায়গা হয়নি। তবুও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে জায়গা ধরে রেখেছেন তিনি। আইরিশদের বিপক্ষে খেলার সুযোগ পেলে রানে ফেরাটাই তার জন্য হবে চ্যালেঞ্জ। জয়ের বিষয়ে জাভেদ ওমরের বিশ্বাস, নিজের ভুলগুলো সামলে ভালো করতে পারবে। তিনি বলেন, ‘জয় হয়তো রানে নেই। সে জানে কীভাবে রান করতে হয়। আগে সেটা করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে ওই কাজগুলো করতে পারলে অবশ্যই রান পাবে।’

বিপিএল ও ইংল্যান্ড সিরিজের পর নাজমুল হোসেন শান্তর প্রশংসা চলছে চারদিকে। সীমিত ওভারের ক্রিকেটে শান্তর ওই ছন্দ নেই সাদা পোশাকের ক্রিকেটে। ফরম্যাটটিতে নিয়মিতই রান করতে খাবি খান। দারুণ ছন্দে থাকা শান্তর জন্য রানে ফেরাটা তাই অনেকটাই জরুরি হয়ে পড়েছে। শেষ ১০ টেস্টে মাত্র দুইবার হাফ সেঞ্চুরি করেছেন শান্ত। টেস্ট ক্যারিয়ারের সবশেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন প্রায় দুই বছর আগে। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে সেঞ্চুরির পরের ১২ টেস্টে মাত্র দুইবার হাফ সেঞ্চুরির কোটা পূরণ করেছেন শান্ত। সাদা পোশাকে সাম্প্রতিক সময়েও রানের দেখা না পেলেও আইরিশদের বিপক্ষে টেস্ট দলে আছেন। একাদশে সুযোগ পেলে মাহমুদুল হাসান জয়-তামিম ইকবালের মতো তারও রানে ফেরাটা জরুরি। সাদা বলের ওই ছন্দ আইরিশদের বিপক্ষে টেস্টেও দেখাবেন- সেটাই আশা সবার। শান্তকে নিয়ে সাবেক ওপেনার জাভেদের আশা অবশ্য একটু বেশিই। সাদা পোশাকে শান্তর ফর্ম আয়ারল্যান্ডের বিপক্ষেও একই থাকবে, সেটাই আশা তার। তার ভাষ্য, ‘সীমিত ওভারে শান্ত ভালো করেছে। টেস্টে দীর্ঘ সময় ব্যাটিংয়ে সুযোগ পাবে। সেটা শান্ত কাজে লাগাবে- এটা আমার বিশ্বাস। আয়ারল্যান্ডের বিপক্ষে তার রানে ফেরার জন্য সঠিক সময় ও সুযোগ।’

আয়ারল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারের এই তিন ব্যাটারের ফর্মে ফেরার সেরা সুযোগ। এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক ব্যাটার জাভেদ ওমর বেলিম। তিনি বলেন, ‘ওরা টপ অর্ডারে খেলে। ওদের কাছ থেকে ভালো শুরু পাওয়া গেলে দলের জন্যই ভালো। আশাবাদী আয়ারল্যান্ডের বিপক্ষে ওরা রানে ফিরবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা