প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ২২:১২ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ২৩:০০ পিএম
সাকিব আল হাসান ও লিটন দাস আইপিএলের জন্য এখনও এনওসি পাননি। দুজনকেই রাখা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে। ব্যাপারটা স্পষ্ট, ৪ এপ্রিল থেকে মাঠে গড়াতে যাওয়া টেস্ট শেষ না করে তারা ভারতে যেতে পারছেন না। তবে মুস্তাফিজুর রহমান পেয়ে গেছেন বিসিবির অনাপত্তিপত্র। বোর্ডের টেস্ট ভাবনায় না থাকায় টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই তিনি পেয়ে গেছেন ছাড়পত্র।
আরও পড়ুন - বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারে শুরু কলকাতার মিশন
আইপিএল খেলতে আজ চার্টার্ড ফ্লাইটে দেশ ছেড়েছেন তারকা এ পেসার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে আজ তার দল দিল্লি ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলছে। তবে একাদশে জায়গা হয়নি ফিজের। ভাড়া করা বিমানে মুস্তাফিজকে তড়িঘড়ি করে উড়িয়ে নিলেও বদলি ক্রিকেটারের তালিকাতেও তাকে রাখেনি দিল্লি। তার মানে একাদশ তো বটেই, ১৬ জনের দলেও নেই কাটার মাস্টার।
গতকাল সকাল ৮টার বিমানে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন এই বাঁ-হাতি পেসার। নিজের আইপিএল যাত্রার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজ লিখেছেন, ‘আইপিএল ২০২৩ খেলতে ভারতে যাচ্ছি। আমার দিল্লি ক্যাপিটালস পরিবারে যোগ দিতে তর সইছে না।’