× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অলিম্পিক বাছাইপর্ব খেলা হচ্ছে না সাবিনাদের

বাফুফের টাকা নেই নাকি ইচ্ছে নেই!

আপন তারিক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৬:০০ পিএম

বাফুফের টাকা নেই নাকি ইচ্ছে নেই!

সময়ের হিসাবে মাত্র ৬ মাস পেরিয়েছে। সেই সাফল্যের রেশ এখনও ছড়িয়ে থাকতে পারত চারপাশে। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অর্জন বলে কথা। সেদিন সাফ ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশের নারী দল। কী দারুণ আনন্দে মেতেছিল সেদিন গোটা দেশ! বিমানবন্দর থেকে ছাদখোলা গাড়িতে করে তাদের সংবর্ধনা দিয়ে কতশত প্রতিশ্রুতি দিয়েছিলেন ফুটবল কর্তারা। গলা চড়িয়ে সেদিন ফুটবল কর্তারা বলেছিলেন, নারী দলের ফুটবলকে আরও উঁচুতে বিশ্বপর্যায়ে নিয়ে যেতে চান তারা। চারদিক থেকে তখন মিলেছিল প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। 

কিন্তু নারী ফুটবলে বিনোয়োগের সেই সব প্রতিশ্রুতি বছর না ঘুরতেই উধাও! মুদ্রার অন্য পিঠটাও দেখা গেল অল্পদিনেই। সাফজয়ী সেই নারী ফুটবলাররাই এখন অবহেলিত। সাবিনা খাতুনদের ঘিরে সেই আলোর রোশনাই আর নেই। 

আরও পড়ুন- শামীমের ব্যাটে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের

বিস্ময়কর হলেও সত্য, গত সেপ্টেম্বরে নেপাল থেকে সাফ জিতে আসা সেই দলটাকেই না খেলিয়ে বসিয়ে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০২৪ প্যারিস অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রথম ধাপে খেলার জন্য তাদের যাওয়ার কথা ছিল মিয়ানমারে। কিন্তু সেটি হচ্ছে না। কারণ বাফুফে সেই সফরের জন্য টাকা জোগাড়ে ব্যর্থ।

মিয়ানমারে আগামী সপ্তাহে শুরু হবে অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের প্রাথমিক ধাপের খেলা। যেখানে খেলা হচ্ছে না সাবিনা-শামসুন্নাহারদের। নারী দলের মিয়ানমারে যাওয়ার বিমান ভাড়া, থাকার ব্যবস্থা, যাতায়াতের খরচ জোগান দিতে ব্যর্থ হয়েছে বাফুফে। এমন একটা কারণ দেখিয়ে অলিম্পিক বাছাইপর্ব খেলা থেকে নারী দলকে বিরত রাখছে বাফুফে!

তাদের এমন সিদ্ধান্তের পরই সমালোচনার ঝড় বইছে দেশের ফুটবলাঙ্গনে। বাফুফের এমন সিদ্ধান্তের যৌক্তিকতাও খুঁজে পাচ্ছেন না অনেকে। যদিও প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে কথা বলতে গিয়ে নিজেদের অসহায়ত্ব তুলে ধরেন মাহফুজা আক্তার কিরণ। বাফুফের নারী উইংয়ের প্রধান বলছিলেন, ‘এমন সিদ্ধান্ত আমরা নিয়েছি একটাই কারণে- ফুটবল ফেডারেশনের কাছে টাকা নেই। মিয়ানমারে যে দল যাবে তাদের বিমান টিকিট, হোটেলে থাকা আর খাওয়া সব আমাদের বহন করতে হবে। এসব আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়!’

৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে বাছাইপর্ব। সাবিনাদের এই সময়ের জন্য পাঠাতে কত খরচ হতো ফুটবল ফেডারেশনের? সেটা কি খুব ব্ড় অঙ্কের কোনো অর্থ? এমন প্রশ্নের মুখে কিরণ বলছিলেন- ‘দেখুন, দল পাঠাতে আমাদের ৭০ থেকে ৭৫ লাখ টাকা লাগবে। এটা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব হয়নি। আমরা ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি লিখেছিলাম কিন্তু ওরা সাপোর্ট দেওয়ার ব্যাপারে কোনো পজিটিভ উত্তর দেয়নি। সব মিলিয়ে আমরা বাধ্য হয়েছি সফরটা বন্ধ করতে!’

বাফুফের বর্তমান কমিটির কর্তাব্যক্তিদের সম্পর্কে যাদের খানিকটা ধারণা আছে তারা অবশ্য ৭০-৭৫ লাখ টাকা জোগাড়ে ব্যর্থতার এই কথায় বিস্মিত হতে পারেন। কারণ ফেডারেশনেই স্পন্সর প্রতিষ্ঠানের অনেক কর্তারাও আছেন। তাই তো এমন কারণ দেখিয়ে নারী ফুটবল দলের পথ আটকে দেওয়াটা পছন্দ হয়নি হাসানুজ্জামান খান বাবলুর। সাবেক এই ফুটবল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে বলছিলেন, ‘এটা আমি জানতে পেরে চমকেই গেলাম। এই তো কয়েক দিন আগেই বাংলাদেশ পুরুষ জাতীয় দল কিন্তু অনুশীলন করতে সৌদি আরব ঘুরে এলো। ১৫ থেকে ২০ দিনের সফরে বিপুল টাকা খরচ হলো। সিশেলসের মতো একটা দেশের সঙ্গে খেলার আগের ওরা বেশুমার টাকা খরচ করে সৌদি আরবে অনুশীলন করতে গেল। সে জায়গায় কী করে বুঝব ফুটবল ফেডারেশনের কাছে টাকা নেই?’

বাবলুর এমন প্রশ্ন উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আবার নারী ফুটবলারদের এই সফরের জন্য স্পন্সরও চাইলে জোগাড় করতে কি পারত না বাফুফে? কিরণের দাবি সেই চেষ্টাটাও করেছে বাফুফে, ‘আমরা চেষ্টা করেছি। স্পন্সর পেয়ে গেলে তো আমরা এই টুর্নামেন্ট খেলা বাতিল করতাম না। আমরা সবকিছু স্পন্সর দিয়ে করি, আমাদের অন্য কোনো সাপোর্ট নেই। স্পন্সর পেলে তো আর বন্ধ করতাম না।’

সাফ ফুটবলের শিরোপা জেতার পর অনেক গল্প শোনা গেলেও বাস্তবতা হলো এই- পুরুষ দল অনুশীলন করতে দেশের বাইরে যেতে পারলেও নারী দল টুর্নামেন্ট খেলতে গেলেও স্পন্সর পায় না। এমনিতে নারী দলের জন্য আলাদা করে কোনো বাজেটও নেই বলে জানালেন কিরণ। তবে বাফুফের অধীনের ৭০ জন নারী ফুটবলার প্রশিক্ষণে আছেন, তাদের খরচটাও আসে স্পন্সর থেকে!

বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থাকলেও সেই স্পন্সর খুঁজে নেওয়াতেও দক্ষতা অর্জন করতে পারেনি বাফুফের দায়িত্বশীলরা। এমন ঘটনায় যদিও অবাক নন বাবলু। এই ক্রীড়াব্যক্তিত্ব বলছিলেন, ‘বাফুফেতে নির্বাচিত যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই স্পন্সর ম্যানেজ করার যোগ্যতা আছে। তাদের অনেকেই চাইলে এটা সহজে করে দিতে পারেন। তাদের টাকার কোনো অভাব নেই। অভাব ইচ্ছের। আর আন্তরিকতার অভাবটাও আছে। এমন সামর্থ্যবান কর্তারা বাফুফেতে থাকতে একটা নারী ফুটবল দল টাকার অভাবে বিদেশে টুর্নামেন্ট খেলতে যেতে পারবে না, এটা মেনে নেওয়া যায় না! আমি তো মনে করি শুধু টাকার অভাবেই তারা দল পাঠাচ্ছে না তা নয়।’

নিজেদের উন্নতি হলেও ফুটবলের দৈনদশায় ইঙ্গিত দিয়ে বাবলু আরও বলছিলেন- ‘দেখুন, ফেডারেশনের যারা নির্বাচিত কমিটিতে রয়েছেন তাদের সবারই ক্ষমতা প্রতিপত্তি বেড়েছে। কিন্তু ফুটবলারদের কোনো উন্নতি হয়নি। ফুটবলটা সেভাবে এগিয়ে যায়নি। এটা একটা অবক্ষয় বলতে পারেন। আমরা আগে যেমনটা দেখতাম, ফুটবল কর্তারা মাঠে যেতেন নিয়মিত। এখন চেয়ারের প্রতি টান বেশি কিন্তু ফুটবলের প্রতি নেই। টুর্নামেন্টের ফাইনাল কিংবা উদ্বোধনীতে ওদের মাঠে দেখা যায়, অন্য সময় দেখা মিলে না। এখন ভোটের আগে যে টাকা দেবেন সে-ই বাফুফের পদ পেয়ে যাবেন!’

গত এক যুগে বাফুফের গ্যারেজে মার্সিডিজ গাড়ির সংখ্যা বেড়েছে বেশ। কর্তাদের চাকচিক্য শানশওকতের কমতি নেই। কিন্তু বিপুল ‘ধনী’ এই কমিটি দলের সফরের জন্য কিছু টাকা জোগাড় করতে পারে না! নির্দ্বিধায় অলিম্পিক ফুটবলের বাছাইপর্বের মতো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। ফুটবল মহলে জোর আলোচনা, এই সফর মিয়ানমারে না হয়ে কানাডা বা আমেরিকায় হলে এতক্ষণে বিমান ধরার জন্য কর্তারা ব্যাগ গোছানো শুরু করতেন! কে ম্যানেজার হবেন আর কে শেফ দ্য মিশন- সেই তদ্বিরের লাইন লম্বা হতো!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা