× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৯:০২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৯:৩৩ পিএম

বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান

ভারত-পাকিস্তানের শীতল সম্পর্কের রেশ ক্রিকেটেও পড়ছে বহুদিন ধরেই। এশিয়া কাপ পাকিস্তানে আয়োজনের কথা থাকলেও ভারত সেখানে খেলতে যাবে না, খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। এবার পাকিস্তানও একই পথে হাঁটতে যাচ্ছে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে না দলটি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে নিজেদের ম্যাচগুলো খেলার প্রস্তাব আইসিসিকে দিতে চলেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, সেটা হবে পাকিস্তানে। কিন্তু ভারত তাতে বাদ সাধে। পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। যাকে ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের পথে বড় বাধা বলেই মনে করে পাকিস্তান বোর্ড। শেষমেশ এসিসির সভায় সিদ্ধান্ত হয়, খেলা হবে পাকিস্তানেই। কিন্তু ভারত তাদের ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। ভারত ফাইনালে উঠলে টুর্নামেন্টের চূড়ান্ত ম্যাচটাও হবে সেখানেই।

আরও পড়ুৃন - বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের

এবার ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ নিয়েও একই অবস্থান নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে যেতে রাজি নয় পাকিস্তান। নিজেদের আপত্তির কথা ইতোমধ্যেই আইসিসিকে জানিয়েছেন পাকিস্তানের কর্তারা। তবে বিকল্প ভেন্যু নিয়ে আলোচনা এখনও হয়নি।

তবে ক্রিকইনফো জানাচ্ছে, বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব দিতে চলেছে পাকিস্তান। কাঠামোটাও থাকবে এশিয়া কাপের মতোই। সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপের ফাইনালে উঠলে টুর্নামেন্টের ফাইনালটাও বাংলাদেশে হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা