× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বারবার এমন মুহূর্তের সাক্ষী হতে চান মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:২২ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৪:৪৫ পিএম

বারবার এমন মুহূর্তের সাক্ষী হতে চান মেসি

আগের ম্যাচে গোলের সেঞ্চুরি করার সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি। পরপর দুবার গোলবারে লেগে ফিরে এসেছে বল। তবে এবার আর হতাশ হতে হয়নি মেসিভক্তদের। গোলের সেঞ্চুরির ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে তার দল কুরাসাওকে হারিয়েছে ৭-০ গোলে। এদিন মেসির সঙ্গে আর্জেন্টিনার গোল উৎসবে যোগ দিয়েছিলেন আরও চার ফুটবলার। ম্যাচ শেষে নিজের উন্মাদনার কথা ভক্তদের জানিয়েছেন মেসিও।

আরও পড়ুন : টসের পর বৃষ্টি, বাংলাদেশের ব্যাটিংয়ে বাগড়া

আন্তর্জাতিক ফুটবলের বিরতিটা দারুণভাবেই কাজে লাগিয়েছেন আলবিসেলেস্তেরা। সময়টা দারুণ উপভোগ করছেন মেসিও। দেশে ফেরার পর থেকেই দেখছেন তাকে ঘিরে বিশ্বকাপ জয়ের উৎসব চলছে এখনও। সে উৎসবে তিনিও শামিল হয়েছেন পানামার বিপক্ষে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করে। এরপর তার নামে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, কনমেবলে মেসিকে বিশেষ সম্মাননা ও লাগাতার পার্টি।

দেশের হয়ে মেসির বর্তমান গোল ১০২টি। আন্তর্জাতিক ফুটবলে তার গোলের বিচারে তার ওপরে আছেন আর মাত্র দুজন। ইরানের আলি দায় ও সর্বোচ্চ ১২২ গোল করা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রেকর্ডের চেয়ে দলের জয়েও তিনি বেশি উচ্ছ্বসিত। ম্যাচ জয়ের পর ইনস্টাগ্রামে মেসি লেখেন, ‘আন্তর্জাতিক সূচিটা কি দুর্দান্তভাবেই না শেষ করলাম। সান্তিয়াগো দেল স্তেরোর (স্টেডিয়াম) সবাই ছিলেন মনোমুগ্ধকর। আশা করছি, একত্রে এমন আরও অনেক মুহূর্তের সাক্ষী হতে পারব, এই উন্মাদনা থামবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা