× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ জয়ের ম্যাচ আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১০:৪৯ এএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১০:৫৩ এএম

সিরিজ জয়ের ম্যাচ আজ

টি-টোয়েন্টিতে জয়ের জন্য হন্যে হয়ে থাকা বাংলাদেশ এই ফরম্যাটে সাম্প্রতিক সময়ে আছে ধারাবাহিক ছন্দে। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার আইরিশদের বিপক্ষেও একই সুযোগ। এই লক্ষ্যে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে আইরিশদের বিপক্ষে দাপুটে জয়ের পর এই ম্যাচে জয়ের জন্য আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে বাংলাদেশ।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২২ রানের জয় পায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ ছন্দে ছিলেন ক্রিকেটাররা। দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের উড়ন্ত সূচনা বাংলাদেশকে এনে দিয়েছিল দারুণ ভিত। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রনি তালুকদারের পূর্ণ ফিট হয়ে মাঠে নামার বিষয়টি শঙ্কায় আছে। কারণ, প্রথম টি-টোয়েন্টি চলাকালে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান।

আরও পড়ুন : জয়োৎসবের অপেক্ষায় বাংলাদেশ

কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে খেলার ‘স্বাধীনতা’ পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম টি-টোয়েন্টি শেষে পেসার তাসকিন আহমেদ তো সরাসরিই বলেছেন, ‘টিম ম্যানেজমেন্ট থেকে স্বাধীনভাবে খেলতে বলছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলে এক্সিকিউশনে করতে যেন দ্বিধাদ্বন্দ্বে না থাকি।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতি সামনে আরও দেখা যাবে বলে বিশ্বাস তাসকিনের। প্রথম টি-টোয়েন্টি শেষে তাসকিন বলেন, ‘প্রসেসটা খুব দারুণ যাচ্ছে, আমরাও শিখতে আগ্রহী। আমাদেরও স্বপ্ন বিশ্বের সেরা দল হব। সেই অনুযায়ী এগোচ্ছি। ধারাবাহিক থাকলে সামনেও এর প্রতিফলন ঘটবে।’

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। প্রথম টি-টোয়েন্টির আগে আইরিশদের ওয়ানডে সিরিজে একরকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এর আগে ইংল্যান্ডকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছিল। ওই সিরিজ জয়ের আত্মবিশ্বাসই আরও বেশি দাপুটে করে তুলেছে বাংলাদেশকে।

ব্যাট হাতে রনি-লিটনদের মতো রানের ধারাবাহিকতা আছে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়দের ব্যাটে। পেস বোলিং ইউনিট তো উড়ছে স্বপ্নের মতো। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমানÑ সব পেসারই বল হাতে ছড়াচ্ছেন মুগ্ধতা। পুরো সফরে আইরিশরা বাংলাদেশের পেস বোলিংয়ে খাবি খেয়েছেন। আগে বাংলাদেশের কন্ডিশনে স্পিনে কাটা পড়ার ভয় থাকলেও সফরকারীদের জন্য এখন হুমকি হয়ে উঠছেন পেসাররা।

আইরিশরা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের দ্বারপ্রান্তে আছে। এর আগে ২০১২ সালে সর্বশেষ দুই দল খেলেছিল দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। ওটাই অবশ্য এখন পর্যন্ত দুই দলের একমাত্র দ্বিপক্ষীয় সিরিজ। সেবার নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল। দ্বিতীয়বার মুখোমুখি হয়ে বাংলাদেশের মাঠে সিরিজ হারের দ্বারপ্রান্তে আছে দলটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা