× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিগ জয়ের সুবাস পাচ্ছে নাপোলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২২:৫২ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২৩:০২ পিএম

লিগ জয়ের সুবাস পাচ্ছে নাপোলি

এক দুই করে তিন দশকের অপেক্ষা। সমর্থকদের সিরি আ জয়ের আশা পূরণ করতে পারছে না নেপলেসের ক্লাবটি। নাপোলির কেবিনেটে সবশেষ ইতালির সেরা ক্লাবের ট্রফি এসেছে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। এবার ফুরাতে যাচ্ছে তিন দশকের বেশি সময়ের অপেক্ষা। সম্ভাব্য লিগ শিরোপা জয়ের উপলক্ষে ইতালির দক্ষিণ অঞ্চলের শহরটিও সেজেছে উৎসবের রঙে।

১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে আসা ম্যারাডোনা ১৯৮৭ সালে এনে দেন সিরি আ ট্রফি। এরপর চার মৌসুমের মধ্যে দুবার জিতেছেন লিগ চ্যাম্পিয়ন, বাকি দুবার রানার্সআপ। ম্যারাডোনা যুগের পর এবার আরেকটি শিরোপা জেতার স্বপ্ন বুনছে লুসিয়ানো স্পাল্লেত্তির নাপোলি। ১১ রাউন্ড বাকি থাকতে দুই নম্বর লাৎসিওর চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে ম্যারাডোনার সাবেক ক্লাব। শিরোপা স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে এপ্রিলের মাঝামাঝিতেই।

আরও পড়ুন : অনিশ্চিত শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলা

নেপলসবাসী তাই সেই রঙে মেতেছেন, ইতিহাস গড়া জয়ের জন্য মুখিয়ে আছেন তারা। সম্ভাব্য শিরোপা জয়ের উদযাপনেও রাখছেন না রাখঢাক। শহরের নতুন নায়কদের ভাস্কর্য তৈরি করেছেন নেপলসের কারিগররা। দোকানে দোকানে উড়ছে ক্লাবের নীল রঙয়ের পতাকা। লিগের এই শিরোপা জয়কে গত তিন দশকে আধিপত্য বিস্তার করা জুভেন্তাস, এসি মিলান ও ইন্তার মিলানের বিরুদ্ধে প্রতিশোধেরও দেখছে ক্লাবটির সমর্থকরা। 

সম্ভাব্য শিরোপা নিয়ে মাতামাতিও কম নয় নাপোলির। বর্তমান দলের বড় দুই তারকা নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমহেন ও জর্জিয়ান উইঙ্গার খভিচার হাতে ট্রফি তুলে দিচ্ছেন ম্যারাডোনা, এমন একটি ছবির পোস্টারে ছেয়ে গেছে ইতালির দক্ষিণের শহর।

শুধু লিগ নয়, নাপোলির সমর্থকরা বরং আশা রাখতে পারেন চ্যাম্পিয়নস লিগ নিয়েও। শেষ আটে ইতালির দলটির প্রতিপক্ষ ইন্তার মিলান। বাজে কিছু না হলে ইন্তারকে হারিয়ে শেষ চার নিশ্চিতও খুব অসম্ভব নয়। লিগের পর ইউরোপ সেরার মঞ্চে ফাইনালে দেখার আশাও করতে পারেন নাপোলির সমর্থকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা