× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিশ্চিত শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৩ ২১:৫৯ পিএম

অনিশ্চিত শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলা

খুব কাছে গিয়েও দুটি বড় সুযোগ হারাচ্ছে শ্রীলঙ্কা। হারাচ্ছে নয়, বরং হারিয়ে ফেলেছে লঙ্কানরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার একটি, অন্যটি সরাসরি বিশ্বকাপ খেলার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট জিতলেই নিশ্চিত হতো সাদা পোশাকের মর্যাদার আসরের শিরোপার মঞ্চ। কিউইদের বিপক্ষে উল্টো হোয়াইটওয়াশ হয়ে সেই আশায় বালি ছুড়েছে দিমুথ করুনারত্নের দল। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শঙ্কায় পড়েছে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও।

বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি খেলতে কিউইদের বিপক্ষে সিরিজের সবগুলো ম্যাচেই জিততে হতো শ্রীলঙ্কাকে। এমন সমীকরণের সামনে প্রথম ম্যাচে হারের পরও টিকে ছিল কিছুটা সম্ভাবনা। কাগজে-কলমে সেই সম্ভাবনা গতকাল দ্বিতীয় ম্যাচে বৃষ্টিতে ভেসে যাওয়ার সঙ্গে শেষ হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) ক্রাইস্টচার্চে সকাল থেকে প্রবল বৃষ্টিতে টসই হয়নি, ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এর আগে প্রথম ম্যাচে মাত্র ৭৬ রানে গুটিয়ে ১৯৮ রানে হেরে সিরিজে পিছিয়ে আছে তারা। প্রথম ম্যাচে হেরে আরও একটি দুঃসংবাদ শুনেছে শ্রীলঙ্কা। মন্থর ওভার রেটের কারণে একটি পয়েন্ট কাটা গেছে তাদের।

সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট কাটা হয়। ওইদিন একটি ওভার ঘাটতি ছিল সফরকারী দলের। শুধু পয়েন্ট কাটাই নয়, আইসিসির আচরণবিধি অনুযায়ী লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

কেবল ৮ দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে, যা এই বছরের শেষভাগে মাঠে গড়াবে ভারতে। যদি শ্রীলঙ্কা তাদের বাকি থাকা একটি ম্যাচ জেতেও, তখনও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের ফলের দিকে। শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৮১। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা আছে এখন ৯ নম্বরে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে।

ভারতে সরাসরি বিশ্বকাপে খেলার জন্য ৭ দলের জায়গা চূড়ান্ত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে চলছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে আপাতত ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে শেষ ম্যাচে জিতে তাদের টপকে যাওয়ার। তবে সম্ভাবনায় আপাতত এগিয়ে প্রোটিয়া দল। ৭৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে ১০ নম্বরে। তাদের এখনও বাকি নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ। তিন ম্যাচের সিরিজের দুটি ম্যাচ জিতলেই তারা টপকে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। সেক্ষেত্রে বাছাইপর্বের বাধা পেরিয়ে ভারতের বিশ্বকাপে খেলতে হবে ক্যারিবিয়ান ও লঙ্কানদের।

 

পয়েন্ট টেবিলের শীর্ষ ১০

দল                                ম্যাচ                  পয়েন্ট

নিউজিল্যান্ড                      ২৩                    ১৬৫

ইংল্যান্ড                          ২৪                    ১৫৫

ভারত                             ২১                    ১৩৯

বাংলাদেশ                       ২১                    ১৩০

পাকিস্তান                         ২১                    ১৩০

অস্ট্রেলিয়া                       ১৮                    ১২০

আফগানিস্তান                   ১৫                    ১১৫

ওয়েস্ট ইন্ডিজ                   ২৪                    ৮৮

শ্রীলঙ্কা                            ২২                    ৮১

দক্ষিণ আফ্রিকা                 ১৯                    ৭৮

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা