× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাথুরুসিংহের অধীনে ‘নতুন’ পরিবেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৩ ১২:২৫ পিএম

হাথুরুসিংহের অধীনে ‘নতুন’ পরিবেশ

চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলে দেখা মিলছে আত্মবিশ্বাসের। যার প্রমাণ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ও দাপুটে বাংলাদেশ। শুধু তাই নয়, দলের মধ্যে তৈরি হয়েছে আক্রমণাত্মক ক্রিকেট খেলার মনোভাব। 

—হুট করে কীভাবে বদলে গেল বাংলাদেশ? 

এই প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে জানান, ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা বদলেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে রবিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন হাথুরুসিংহে। সেখানেই অকপটে স্বীকার করে নেন, দলের ড্রেসিংরুমে বদল এসেছে। তিনি বলেন, ‘একই ক্রিকেটার আছে, একই স্কিলও। আমার মনে হয় না খুব বেশি কিছু বদলেছে, পরিবেশ কিছুটা বদলেছে ড্রেসিংরুমের মধ্যে। আমরা যেভাবে কথা বলি, যা নিয়ে কথা বলি; চেষ্টা করছি মানসিকভাবে দলকে নির্ভার রাখতে।’

দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষায়, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমাদের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখতে হবে। ট্যাকটিক্যালিও আমরা আক্রমণাত্মক থাকব।

আক্রমণাত্মক ক্রিকেটের মানসিকতা শুধু খেলার মাঠে নয়, বরং প্রতিটা ক্ষেত্রে দেখতে চান হাথুরুসিংহে। তার ভাষ্যমতে, ‘আক্রমণাত্মক ক্রিকেটের যে ব্যাখ্যা দিয়েছি, তার মানে এই নয় যে গিয়ে প্রতি বলেই মারতে হবে। সবদিক থেকেই আমরা আক্রমণাত্মক হতে চাই। দল নির্বাচনে, ফিল্ডিং প্লেসিংয়ে, শরীরী ভাষায়, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে আমাদের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখতে হবে। ট্যাকটিক্যালিও আমরা আক্রমণাত্মক থাকব।’

আক্রমণাত্মক খেলার সঙ্গে স্বাধীনতা নিয়ে খেলতে পারলে সব সময় ভালো ফল আসবে। এই বিশ্বাসটাও আছে হাথুরুসিংহের। ‘আমার মনে হয়, মুক্তমনে নির্ভার হয়ে আক্রমণাত্মক খেললে দল সব সময় ভালো করবে।’—যোগ করেন হাথুরুসিংহে।

আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ‘বিপজ্জনক’ ভাবছেন হাথুরুসিংহে

ক্রিকেটারদের মানসিকতার উন্নতিতে কী করেছেন তার ব্যাখ্যাও দেন হাথুরুসিংহে। তার ভাষ্য, ‘এক শব্দেই আমি সবকিছু নিয়ে আসতে পারি—মানসিকভাবে নির্ভারতা। অনেক বড় শব্দ। এর পেছনে অনেক কিছু আছে, যেমন খেলোয়াড়রা কী হবে সেটা চিন্তা না করে তাদের সেরাটা দেবে। প্রতিক্রিয়ার ব্যাপারে ভাববে না। শুধু কোচ বা নির্বাচক নয়, খেলোয়াড়দেরও কিছু চেষ্টা করার স্বাধীনতা দেওয়া আছে। ব্যর্থ হলে ঠিক আছে। তারা একই ক্রিকেটার থাকবে। আমরা তাদের বিশ্বাস করি।’

সিরিজ নিয়ে ভিন্ন ভাবনাচিন্তার কোনো কথা বলেননি হাথুরুসিংহে। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আইরিশদের উড়িয়ে দিতে চান। সঠিক উপায়ে কাজ করলে ভালো দল হতে পারবে সেটাও স্পষ্ট করে দেন হাথুরুসিংহে। প্রতিদিনই উন্নতির চেষ্টা চালাতে আগ্রহী এই লঙ্কান।

আরও পড়ুন: গোল উৎসবের রাতে রোনালদোর জোড়া গোল

হাথুরুসিংহে বলেন, ‘আমরা একই ফলাফল চাই। একই পথে এগোব। ওই পথে এগোলেই আমরা ভালো দল হব। ক্রিকেটারদের কাছেও সেটাই চাওয়া। পাশাপাশি প্রতিদিনই আমাদের উন্নতির চেষ্টা করতে হবে।’

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও আইরিশদের শক্তিশালী প্রতিপক্ষ ভেবেই খেলবে বাংলাদেশ। হাথুরুসিংহের ভাষ্য, ‘আমরা সব প্রতিপক্ষকেই একইভাবে দেখি। তবে আমরা কখনও ভয় পাই না। এটাই আমাদের মন্ত্র।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা