× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তামিমের ১৫ হাজারে মুশফিকের অভিনন্দন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১১:৫১ এএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১২:৪৩ পিএম

তামিমের ১৫ হাজারে মুশফিকের অভিনন্দন

কত এলোমেলো পথ হেঁটেছি দুজন হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবনে দুটো মন ছিল, জড়াজড়ি একসাথেসায়নের গানের লাইনের মতোই বন্ধুত্ব জাতীয় দলের দুই সতীর্থ মুশফিক-তামিমের। নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। টেনে তুলেছেন দলকে। জিতিয়েছেন বহু ম্যাচ। ব্যক্তিগত অর্জনের পাল্লাটাও বেশ সমৃদ্ধ এ দুই ক্রিকেটারের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার আগে দুজনেই স্পর্শ করেছেন মাইলফলক।

ওয়ানডেতে তৃতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। সঙ্গে ৬০ বলে বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে নিজের ৩৪তম জন্মদিনের দিন তিন ফরম্যাটের ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রানের কীর্তি গড়েন তামিম। ওয়ানডে অধিনায়কের বিশেষ এ অর্জনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু মুশফিক।

আরও পড়ুন : এশিয়াকে ট্রফি জিতিয়ে নায়ক রাজ্জাক

তামিমের ১৫ হাজার রানের কীর্তির দিনে মুশফিক অভিনন্দন জানিয়ে ফেসবুকে লেখেন, ‘মাঠ এবং মাঠের বাইরে আমাকে সব সময় যেভাবে সমর্থন দিয়েছো, তার জন্য আজ তোমাকে ধন্যবাদ জানাতে চাই তামিম। আমি এ পর্যন্ত যা কিছু অর্জন করেছি তাতে এই ভদ্রলোক বড় ভূমিকা রেখেছেন। ১৫ হাজারের অধিক আন্তর্জাতিক রান। আমার চোখে বাংলাদেশের সেরা ব্যাটার সে। সব কিছুর জন্য ধন্যবাদ বন্ধু। ইনশা আল্লাহ, তোমার সময় শীঘ্রই আসবে বন্ধু।’

এর আগে নানা সময় মুশফিকের পাশে থাকতে দেখা গেছে তামিমকেও। গত বছরের সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলার পর মুশফিকের উদ্দেশে তামিম লেখেন, ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সব সময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার... টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু! 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা