× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ গালতিয়ের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:১৪ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:৪২ পিএম

মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে নারাজ গালতিয়ের

আরও একটি চ্যাম্পিয়নস লিগ কাটল শিরোপাহীন। অথচ ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরতে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে পিএসজির মালিকপক্ষ। বিশ্বজুড়ে তন্ন তন্ন করে খুঁজে এনেছে খ্যাতনামা সব ফুটবলার। দিন শেষে কিছুই কাজে আসেনি দলটির। তাই প্রশ্ন উঠেছে মেসির ভবিষ্যৎ নিয়ে। অবশ্য এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ গালতিয়ের।

তার মতে, পিএসজির সব মনোযোগ এখন লিগ ওয়ান শিরোপার দিকে। মার্সেইয়ের থেকে ১০ পয়েন্ট এগিয়ে শিরোপার পথেই আছে তারা। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপ-সেরা হওয়া যাদের স্বপ্ন লিগ ওয়ান শিরোপা দিয়ে কি আর তাদের মন ভরে? সে কারণেই নতুন করে মেসির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না অনেকেই। এদিকে চলতি মৌসুম শেষ হলেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এ নিয়েই প্রশ্ন ছিল গালতিয়েরের কাছে।

আরও পড়ুন : টিকে গেছেন রোনালদো, চমক স্পেন স্কোয়াডে

তিনি বলেন, ‘তার ভবিষ্যৎ নিয়ে কথা বলা এ মুহূর্তে খুব তাড়াতাড়ি হবে। তিনি বোর্ড ও সভাপতির সঙ্গে কথা বলছেন। আমি ইতোমধ্যে বলেছি তার অবস্থান সবার জন্য ইতিবাচক সংবাদ হবে। আমি জানি বায়ার্ন মিউনিখের পরে অনেক সমালোচনা হয়েছে, তবে সে মৌসুমের অনেক মুহূর্তে সিদ্ধান্তমূলক ছিল।’

তবে প্রশ্ন আছে গালতিয়েরের অবদান নিয়েও। অনেকেই আর তাকে পিএসজির কোচ হিসেবে দেখছেন না। ধারণা করা হচ্ছে, মৌসুম শেষে পিএসজির দায়িত্ব পেতে পারেন জিনেদিন জিদান কিংবা লুইস এনরিকের মতো কেউ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা