× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে ১০-এ কোহলি ‘একা’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২১:৩১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২১:৪৮ পিএম

যে ১০-এ কোহলি ‘একা’

সাদা পোশাকে ১২০৫ দিন পর আহমেদাবাদে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে সবশেষ গোলাপি বলের টেস্টে দুহাত তুলে উদযাপনের মুহূর্ত এনেছিলেন। সময়ের অন্যতম সেরা ব্যাটার বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে কাটিয়েছেন শাপ। গড়েছেন বেশকিছু রেকর্ডও। এরমাঝে একটি রেকর্ড শুধুই তার—এখন পর্যন্ত তিন ফরম্যাটের ক্রিকেটে প্রত্যেকটিতে ১০ বা তার চেয়ে বেশিবার ম্যাচ সেরা কোহলি ছাড়া কেউই হতে পারেননি।

আহমেদাবাদ টেস্টে ম্যাচ সেরা হয়ে কোহলি তালিকায় প্রথম ও একমাত্র ক্রিকেটার হয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সবগুলোতে অন্তত দশবার করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ৩৪ বর্ষী ব্যাটার। সবমিলিয়ে এখন পর্যন্ত তার ঝুঁলিতে আছে ৬৩টি সেরার পুরস্কার। তালিকায় এক নম্বরে আছে শচীন টেন্ডুলকার, ভারতের কিংবদন্তি ১৪ টেস্ট ও ৬২ ওয়ানডেতে অর্থাৎ ৭৬ বার ম্যাচ সেরা হয়েছেন, খেলেছেন ৬৬৪ ম্যাচ।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ

কোহলি এখন পর্যন্ত ৪৯৪ ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছেন ৬৩ বার। এক দিনের ক্রিকেটে ৩৮, টি-টোয়েন্টিতে ১৫ এবং সাদা পোশাকে জিতেছেন ১০ বার। এই নজির এখনও পর্যন্ত আর কোনো ক্রিকেটারের নেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা