× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপের শেষ মুহূর্তের গোলে পিএসজির রক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ০২:৪৫ এএম

এমবাপের শেষ মুহূর্তের গোলে পিএসজির রক্ষা

শঙ্কা জেগেছিল ব্রেস্ত গোল শোধ দেওয়ার পর। এরপর একে একে কত আক্রমণ, কিন্তু জালের দেখা পেতে ব্যর্থ পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর আরেকটি বাজে রাত যখন ক্ষণ গুনছে তখন ব্যবধান গড়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। লিওনেল মেসির বাড়ানো বল খেলার শেষ মুহূর্তে জালে জড়িয়ে তুলেছেন পূর্ণ তিন পয়েন্ট।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ২-১ গোলে জিতেছে ক্রিস্তোভ গালতিয়েরের দল। কার্লোস সলের এগিয়ে নেওয়ার পর স্বাগতিকদের সমতা ফেরান ফঁক অনুখা। যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে ব্যবধান গড়ে দেন এমবাপে। দুর্দান্ত জয়ে টেবিলের শীর্ষও মজবুত হয়েছে প্যারিসের ক্লাবটির।

আরও পড়ুন : গোল উৎসবের রাতে বায়ার্নের বড় জয়

প্রতিপক্ষের মাঠে বল দখল, গোলে শট থেকে আক্রমণ- সব বিভাগে দাপট দেখিয়েছে মেসি-এমবাপেরা। ৬০ শতাংশ বল দখলে রেখে ১৪টি শটের আটটি রাখে গোলে। বিপরীতে ৬টি শটের দুটি গোলমুখে রাখতে পারে ব্রেস্ত।

 

খেলার শুরু থেকে আক্রমণের পসরা সাজিয়ে বসা পিএসজি এগিয়ে যায় ৩৭তম মিনিটে। এমবাপের শট ফিরে এসে বল পড়ে সলেরের সামনে। ডিবক্সে অরক্ষিত এই স্প্যানিশ মিডফিল্ডারের বুলেট গতির বল জড়ায় জালে। ৪৩তম মিনিটে জিয়ানলুইজি দোন্নারুমাকে পরাস্ত করে দারুণ দক্ষতায় ব্রেস্তকে সমতায় ফেরান অনুখা।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুই দল।  আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচ শেষ পর্যন্ত ড্রয়ের পথে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তের গোলে বদলে যায় দৃশ্যপট। খেলার ৯০ মিনিটে মেসির পাস ধরে এগিয়ে যান এমবাপে, নিখুঁত দক্ষতায় বল জালে পাঠিয়ে দারুণ এক জয় তুলে দেন পিএসজিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা