× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেন থেকে পড়ে মারা গেলেন সাইক্লিস্ট মাশরাফি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২৮ পিএম

ছবিতে বাম থেকে দ্বিতীয় অবস্থানে সাইক্লিস্ট মাশরাফি

ছবিতে বাম থেকে দ্বিতীয় অবস্থানে সাইক্লিস্ট মাশরাফি

মাত্র একদিন  আগে সাইক্লিংয়ে জিতেছিলেন তিনটি পদক। দুটো রৌপ্যপদক ও একটি ব্রোঞ্জ। যুব গেমসের এই সাফল্যের গল্প মায়ের কাছে আর বলা হলো না মাশরাফি হোসেন মারুফের। বাড়ি ফেরার পথ যে তার আর শেষ হলো না। চলে গেলেন না ফেরার দেশে! ট্রেন থেকে পড়ে মারা গেছেন এই প্রতিভাবান সাইক্লিস্ট। যুব গেমসে প্রথম বারেই বাজিমাত করা মাশরাফি সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ছেড়েছিলেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে চড়ে। সে ট্রেন আজ সকালে পৌঁছেছে দিনাজপুরে। মাশরাফিও ফিরেছেন, তবে লাশ হয়ে।

ঘটনাটা ঘটেছে তার বাড়ির কাছেই। তার বাড়ির পাশ দিয়ে ট্রেন যখন যাচ্ছিল, তখন তিনি দরজার পাশে দাঁড়িয়ে সতীর্থ সাইক্লিস্টদের দেখাচ্ছিলেন নিজের ঠিকানা। ঠিক তখনই ঘটে দূর্ঘটনাটা। সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম স্বপ্ন প্রতিদিনের বাংলাদেশকে জানান, ‘ও যখন দরজার কাছে গিয়ে দাঁড়ায়, তখনই পেছন থেকে তার সতীর্থরা বলছিল, এখান থেকে ফিরে এসো, দরজার কাছে থেকো না। কিন্তু দুর্ঘটনাবশত হাতটা ফসকে যায় তখন।’ নিচে পড়ে ট্রেনেই কাটা পড়েন। 

আরও পড়ুন: সাইক্লিংয়ে আল মামুনের হ্যাটট্রিক স্বর্ণ

সেখানেই মৃত্যু ঘটে ১৬ বছরের কিশোর মাশরাফির।

তাহের উল আলম জানালেন, ইতোমধ্যেই দিনাজপুর ক্রীড়া সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন। মাশরাফির মৃতদেহ যথাযথভাবে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।   

নিহত কিশোর সাইক্লিস্ট মাশরাফির পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক। 

যুব গেমসে রংপুর বিভাগের হয়ে খেলতে আসা মাশরাফি ব্যক্তিগত ইভেন্টে এলিমিনেশন রেসে রুপা জিতেছিলেন। এরপর ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতেছেন ব্রোঞ্জ। দলীয় ইভেন্টেও রংপুরকে জিতিয়েছেন রুপার পদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা