× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা ইংলিশদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৩ পিএম

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা ইংলিশদের

ঘুরে দাঁড়ানোর টেস্টে শুরুর দিনেই পিছিয়ে পড়ল নিউজিল্যান্ড। এদিন টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠালেও সুবিধা করতে পারেনি কিউইরা। তবে সুবিধা করেছে বৃষ্টি। কিউইরা ইংলিশদের থামাতে না পারলেও হ্যারি ব্রুকসের ডাবল সেঞ্চুরির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তবে তাতেও দুঃখ থাকার কথা নয় তাদের। কেননা ৩ উইকেট খরচায় ৩১৫ রান জানান দিচ্ছে বড় সংগ্রহের পথেই আছে ইংলিশরা।

প্রথম দিন খেলা হয়েছে ৬৫ ওভার। আর এর  মধ্যেই সেঞ্চুরি হয়েছে দুটি। জো রুট অপরাজিত আছেন ১০১ রানে। অন্যদিকে ডাবল সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে ব্রুকস।

আরও পড়ুন : ইংল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়

আরও পড়ুন : ডি মারিয়ার হ্যাটট্রিকে উড়ে গেল নন্তেস

অথচ মাউন্ট মঙ্গানুইয়ের দুঃখ ভুলে ওয়েলিংটনে স্বপ্নের শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। ২১ রানেই ইংলিশদের তিন টপ অর্ডারের পতনে তখন মুখ থুবড়ে পড়ার আতঙ্ক ইংলিশদের চোখেমুখে। তবে সেই চাপ সামলে দলকে টেনে তোলার দায়িত্ব নেন রুট ও ব্রুকস। এরপর বাকি দিনটা দুজনই কাটাচ্ছিলেন। তাদের ব্যাটিং দেখেই হয়তো প্রশান্তির বৃষ্টি চেপে বসল।

এদিন ওয়ানডে মেজাজেই ব্যাট চালিয়েছেন ব্রুকস। ১৬৯ বলে ৫ ছয় ও ২৪ চারে ১৮৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে যেন কিছুতেই থামানো যাচ্ছিল না। অবশেষে বৃষ্টি এসে থামিয়েছে। তবে মেজাজ ঠান্ডা রাখছেন রুট। ১৮২ বলে ৭ চারে ১০১ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা