× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যালান্ডকে পেতে ঢালতে হবে ১ বিলিয়ন ইউরো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪২ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৩ পিএম

হ্যালান্ডকে পেতে ঢালতে হবে ১ বিলিয়ন ইউরো

চলতি প্রিমিয়ার লিগে আর্লিং হ্যালান্ড যেন লাগামহীন ঘোড়া। প্রিমিয়ার লিগে মেতেছেন রেকর্ড ভাঙার খেলায়। এরইমধ্যে ২৬ গোল করে ফেলেছেন ম্যানচেস্টার সিটি তারকা। ২২ বছর বয়সী এই তরুণ নিজেকে চিনিয়েছেন আগামীর তারকা হিসেবে। সে কারণেই আসছে দলবদলে আলোচনায় থাকবেন তিনি। আর সেখানে দামেও যে লাগামহীন হবেন এই নরওয়েজিয়ান তার আভাস মিলেছে তার এজেন্ট রাফায়েলা পিমেন্তার কথায়।

গত বছরই ৬ কোটি ৩০ লাখ ইউরোয় (৬৯২ কোটি টাকা) বরুসিয়া ডর্টমুন্ডের কাছ থেকে হ্যালান্ডকে দলে ভিড়িয়েছে সিটি। যদিও তাকে পেতে সে সময় লড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের আশায় থেকে হ্যালান্ডের দিকে আগ্রহ কিছুটা কমই ছিল তাদের। তবে এখন হাল্যান্ডকে দেখে পাস্তাতেই হচ্ছে রিয়ালকে। কেননা, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচে ৩২ গোলের সঙ্গে ৪টি অ্যাসিস্টও আছে হ্যালান্ডের। কাজেই সিটির সঙ্গে হ্যালান্ডের চুক্তিটা আগামী ২০২৭ সাল পর্যন্ত হলেও তাকে পেতে লড়াইয়ে নামবে বাকি ক্লাবগুলো।

আরও পড়ুন: ফিরতি এল ক্লাসিকো ১৯ মার্চ

আরও পড়ুন: ৭০ কোটি টাকায় মিলবে রোনালদোর বাড়ি

তবে তার জন্য গুনতে হতে পারে ১০০ কোটি ইউরো বা ১১ হাজার ২৫৯ কোটি টাকা। সম্প্রতি ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ১–এর টেলেফুট অনুষ্ঠানে তার এজেন্ট পিমেন্তা বলেছেন, ‘আর্লিং হ্যালান্ডের দাম ১ বিলিয়ন ইউরো। এটা কোনো অনুমাননির্ভর কথা নয়, নিশ্চিত হয়েই বলছি। অনেকে আমার কথা শুনে উপহাস করতে পারে। তবে তার বয়স, দক্ষতা, অগ্রগতি ও ফুটবলশৈলী বিবেচনায় বিলিয়নের কথা বলছি। এখনই ভবিষ্যৎ বলে দেওয়া যায় না। তবে এটা হতে যাচ্ছে।’

এখনই শোনা যাচ্ছে, আগামীতে হলান্ডকে পেতে ঝাঁপিয়ে পড়বে বার্সেলোনা। পিমেন্তাও রাজি আছেন তাতে। তবে তার মতে, ‘আমি সব সময় বলে এসেছি, হোয়ান লাপোর্তা (বার্সা সভাপতি) ফুটবলের যেকোনো ব্যাপারে আমাকে প্রশ্ন করতে পারেন না। তবে তিনি জানেন, হ্যালান্ড প্রসঙ্গ উঠলে আমি “হ্যা” বলব। কিন্তু তাঁকেও ওই ১ বিলিয়ন ইউরোই দিতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা