× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এত ক্ষুধা রাজনৈতিক নেতার, গয়েশ্বর চন্দ্রকে ওবায়দুল কাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৩:৫১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৬:১৪ পিএম

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। প্রবা ফটো

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। প্রবা ফটো

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের ডিবি কার্যালয়ে খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রচারে দোষের কিছু দেখছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (৩১ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খবার খাওয়ানোর ভিডিও প্রকাশ কীভাবে দেখেন – প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তো হয়েছে কি? যা সত্য সেটা আসছে, অসুবিধা কি? সেটা তো আর কিছু বলার নেই। কেউ সাজিয়ে দিয়েছে কি না সেটা ভিন্ন খবর। উনি তো রুই মাছ দিয়ে ভালো করেই খেয়েছেন।’

গোয়েন্দা প্রধানের দপ্তরে খাওয়া-দাওয়ার ভিডিও করে তা ছড়িয়ে দেওয়া উচিত কি না – জানতে চাইলে তিনি বলেন, ‘উনি কেন খাইলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনৈতিক নেতার? কীসের রাজনীতিক? তিন দিনও খাইনি আমরা। আন্দোলনে হয়তো উনার ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে উনি খেয়েছেন।’

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের জন্য হাসপাতালে প্রধানমন্ত্রীর উপহার পাঠানোর বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমানরে সৌজন্য…। একজন রাজনৈতিক কর্মী, তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন। এটি পাঠাতেই পারেন। তিনি (আমান) অসুস্থ হইছেন…। রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।’

খাওয়ানোর পর তা ভিডিও করে ছেড়ে দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কি না - এ প্রশ্নে তিনি বলেন, ‘এটা কি রাজনৈতিক লোকেরা করছে? আরে গোয়েন্দার কাজই তো গোয়েন্দা গোয়েন্দাই। সে তো তথ্য নিয়ে বের করার জন্য বসে আছে। বিপ্লব বড়ুয়া আর আরাফাত গিয়ে তো করেনি।’

আরও পড়ুন- সরকারের পতন অতি সন্নিকটে : সমমনা জোট

দেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতা সৃষ্টি করে বিএনপি লাশ ফেলতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচন ঘিরে বিএনপির সাম্প্রতিক কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে।’

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ায় বিএনপির ওপর যুক্তরাষ্ট্র ঘোষিত ভিসানীতি প্রয়োগ করা উচিৎ মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘পুলিশের ওপর যে হামলাটা হলো, পুলিশ তো বাধা দেবেই। ঢাকা চট্টগ্রাম রোডের রাস্তা বন্ধ করে দিলে পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেব না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দীতেই গেল। অনুমতি নিয়েই তো গেল। অনুমতি আর নেব না – দখল করে ফেলছি ঢাকা, এত সোজা রাজনীতি?’

তিনি বলেন, ‘আমরা কোনো উত্তেজনায় যাব না। আমরা নির্বাচন চাই। উত্তেজনা হলে তো চলবে না। নির্বাচনে জনগণ চাইলে আমরা আবার থাকব, না চাইলে থাকব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা