× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী নির্যাতন প্রতিরোধে তারুণ্যের সাইকেল মার্চ

তারুণ্য ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৩:০৯ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৩:৫৬ পিএম

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মুজিব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়

নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মুজিব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়

নোয়াখালীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের মুজিব চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সবাই সমন্বিতভাবে সামাজিক দায়বদ্ধতা নিয়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করতে হবে। শুধু আইন দিয়ে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। নারীকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান আহরণ করে তা কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। সহিংসতার শিকার নারী ও কন্যার সঙ্গে মানবিক ও জেন্ডার সংবেদনশীল আচরণ এবং তাদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা জোরদার করা প্রয়োজন বলে উল্লেখ করেন এই কর্মকর্তা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রচারের অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণ, নোয়াখালী জেলা স্কাউট ও অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ র‍্যালির আয়োজন করে।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে র‍্যালিটির প্রথম অংশ শেষ হয়। তারপর দুই ভাগে বিভক্ত হয়ে সুবর্ণচর ও বেগমগঞ্জের উদ্দেশে যাত্রা করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও যৌন হয়রানি বন্ধ, নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে নিরাপদ চলাচল নিশ্চিত করা, ধর্মীয়সহ সব ধরনের সভা-সমাবেশে নারীবিরোধী বক্তব্য বন্ধ করা, যৌন হয়রানি সংক্রান্ত মামলায় বিচার বিভাগীয় তদন্ত চালুর দাবি জানান।

র‍্যালিতে অংশ নেওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিধা রোসাইন রোসা বলেন, ‘রাস্তাঘাটে মেয়েরা যেন অসুবিধায় না পড়ে তাই এ সাইকেল র‍্যালিতে অংশ নিয়েছি। আমি চাই নারী-শিশুর সঙ্গে ভেদাভেদ না হোক। সবখানে সাম্যাবস্থা বিরাজ থাকুক।’ মো. মুরাদ হোসেন নামে আরেক অংশগ্রহণকারী বলেন, ‘তরুণ প্রজন্মের একতায় গড়ব সমাজ সমতায়। আমরা চাই সর্বাবস্থায় সমতা বিরাজ থাকুক। কোথাও যেন নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। ইভ টিজিংসহ নানা অপরাধ আমরা তরুণরা রুখে দিতে পারি।’

সুবর্ণচর থেকে অংশ নেওয়া মাহিয়া মাহি বলেন, ‘আমরা বের হলে দেখি কিশোর বয়সি ছেলেরা টিজ করছে। এগুলো আমাদের মেনে নিতে কষ্ট হয়। তাদেরও মা-বোন রয়েছে। এগুলো তাদের উপলব্ধি করা উচিত।’ পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ বলেন, ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতামুক্ত সংস্কৃতির বিকাশে তরুণদের অংশগ্রহণে এ র‍্যালির আয়োজন করা হয়েছে। আমরা এটাকে সমতার যাত্রা বলছি। নোয়াখালীতে নারী নির্যাতন দিন দিন বেড়ে চলেছে। এর সঙ্গে কিশোরদের নাম যুক্ত করা হচ্ছে। তাই সহিংসতা প্রতিরোধে কিশোর-তরুণরা মিলে এ সমতার র‍্যালি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা