× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন’

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৪:২২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৫:২৫ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন’ তাদের ১০ বছর পূর্তি উদযাপন করে

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন’ তাদের ১০ বছর পূর্তি উদযাপন করে

আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। অনেক শিশু সুবিধা ও পরিচর্যার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে। দেশের সর্বত্রই সুবিধাবঞ্চিত শিশু রয়েছে। তাদের কেউ টোকাই, কেউ ফুল বিক্রেতা, কেউ বা এতিম। অনেকেই আছে যারা কিছুই করে না। অল্প কিছু টাকা জোগাড় করে কোনোরকমে পরিবার চালায়। তাদেরও স্বপ্ন থাকে সমাজে অন্য শিশুদের মতো বেড়ে ওঠার, আনন্দ করার। তাদের সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এমন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে ‘মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন’ তাদের ১০ বছর পূর্তি উদযাপন করে।

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্ষণিকের আনন্দ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এ আয়োজন। শতাধিক শিশুকে নিয়ে দিনব্যাপী খেলাধুলা, খাবার বিতরণ এবং কেক কাটার মাধ্যমে এক অন্যরকম আনন্দ উপহার দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক সুজন কুমার শীলসহ সদস্যবৃন্দ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা বলেন, ‘আজকের শিশু আগামী দিনের কর্ণধার। তাই তাদের সুস্থ মানসিক বিকাশে সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। মৌলিক শিক্ষা এবং নৈতিক জ্ঞান প্রদানের জন্য রাজধানীর উত্তরখানে বর্ণকথা ইশকুল প্রতিষ্ঠা করেছি। এ ছাড়া আমাদের পাঠাগার কার্যক্রম পরিচালনাসহ বিগত ১০ বছরে ৫০ হাজারের বেশি মানুষকে নানাভাবে সহায়তা করা হয়েছে। ১০ বছরে ১৫০টির অধিক এক দিনের ইভেন্ট করেছি আমরা। যেমন শীতকালীন কম্বল বিতরণ, বন্যায় ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, করোনা মহামারিতে অসচ্ছল পরিবারকে বিনামূল্যে খাবার প্রদান উল্লেখযোগ্য। এর পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে অবদান রেখে আসছে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা