প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৩ এএম
একসময়ের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ‘ধ্যাততেরিকি’ ছবির মাধ্যমে বড়পর্দায় নাম লেখান ফারিন খান। এরপর ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। সম্প্রতি তার অভিনীত ‘এক মিনিট’ শিরোনামের হাস্যরসে ভরপুর একটি নাটক সাড়া ফেলেছে। এতে তার চরিত্রের নাম জুঁই, যার প্রেমে পাগল চার তরুণ।
কিন্তু প্রশ্ন হলোÑসিনেমা রেখে ছোটপর্দায় কেন সময় দিচ্ছেন এ অভিনেত্রী? উত্তরে তিনি বলেন, ‘আসলে নাটকে ভিন্ন ভিন্ন গল্প পাচ্ছি, নতুন নতুন চরিত্র করতে পারছি। এতে অভিনয়টা ঠিকভাবে শেখা যাচ্ছে। সামনে যদি আবার সুযোগ আসে তবে সিনেমা হয়তো করব। আমি মনে করি এখন সিনেমার জন্য উপযুক্ত নই।’
ফারিন আরও বলেন, ‘নাটকে কাজ করে দেখলাম সিনেমার চেয়ে এখানে চ্যালেঞ্জ বেশি। কারণ এ মাধ্যমে প্রচুর আর্টিস্ট কাজ করেন। সবার সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। তবে ভালো লাগছে বেশি, কারণ আমি শিখতে পারছি এবং মনে হচ্ছে এ মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারব। তবে পথ চলতে কিছুটা সময় লাগবে।’
একটা সময় র্যাম্পে হাঁটতেন ফারিন। নিজেও জানতেন না সিনেমায় নাম লেখাবেন। এ প্রসঙ্গে বলেন, ‘আমি নিজেই জানতাম না সিনেমা করব। তখন র্যাম্পে ছিলাম। একবার কোনো একটা শো থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ভাই আমাকে দেখেন। এরপর আমার সঙ্গে যোগাযোগ করেন। মিডিয়ার ব্যাপারটাতে আমার আম্মুর সাপোর্ট ছিল। ওই সময়টায় তিনি ছাড়া ফ্যামিলির আর কেউ জানতেন না। আম্মুই আমাকে শুটিংয়ে আনা-নেওয়া করতেন।’
পরিবারের বাধার মুখে মাকে নিয়ে শুটিংয়ে যাওয়ার মজার অভিজ্ঞতার কথা জানিয়ে ফারিন বলেন, ‘সিনেমা ফাইনাল হওয়ার পর আবদুল আজিজ ভাই বলেন, শুটিংয়ে গাজীপুর যেতে হবে। ইতোমধ্যে ফ্যামিলির সবাই জেনে গেছেন। তারা তো আমাকে ছাড়বেন না। তখন রাত ২টার সময় আম্মুকে নিয়ে বাসা থেকে পালিয়ে যাই। ওই সময় উবার অ্যাভেলেবেল ছিল না। একটা ট্রাকে সাভার থেকে গাবতলী পর্যন্ত আসি। সেখান থেকে গাড়ি পাঠিয়ে দেন প্রযোজক। তারপর টানা ২৮ দিন শুটিং করি।’
ফারিন ‘ফিমেল-৩’ নাটকের মাধ্যমে প্রথম সাড়া পান। এতে তার কোনো সংলাপ ছিল না। কেবল হেঁটে গিয়েছেন, এতেই দর্শকের মনে ঝড় তুলেছেন। এখন তিনি ছোটপর্দার অভিনয়ে মনোযোগ দিয়ে ভালো গল্পে কাজ করতে চান। সেই সঙ্গে জানালেন, আগামী বছর ধামাকা খবর দেবেন। চমক রাখতে এখনই এ বিষয়ে কিছু বলতে চান না এ নিয়ে। ধৈর্য ধরতে বললেন অনুরাগীদের।