× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে বেড়ানোর আগে জেনে নিন ৯টি টিপস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩ ১৩:২৯ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৩ ১৪:৩৪ পিএম

বিদেশে বেড়ানোর আগে জেনে রাখুন ৯টি টিপস। ছবি- সংগৃহীত

বিদেশে বেড়ানোর আগে জেনে রাখুন ৯টি টিপস। ছবি- সংগৃহীত

বেড়াতে যেতে সবাই কমবেশি ভালোবাসেন। অনেকেই সারা বছর টাকা জমিয়ে বড় ট্যুরেও যান। অনেকে আবার কাজের মাঝে ছোট ছোট ট্রিপ করতে ভালোবাসেন। তবে বিদেশ যাওয়ার প্ল্যান যারা করেছেন, তাদের কিন্তু সাধারণ বেড়াতে যাওয়ার তুলনায় খানিকটা বাড়তি সচেতনতা প্রয়োজন। সেটা শুধু নিরাপত্তার দিক থেকেই নয়, বরং কিছু গুরুত্বপূর্ণ দিক মাথায় রাখা অত্যন্ত জরুরি।

মৌসুম 

কোন সময় বেড়াতে যাচ্ছেন, তা ঠিক করা অত্যন্ত জরুরি। অর্থাৎ সব ভ্রমণস্থলেরই একটা পিক সিজন একটা অফ সিজন থাকে। চেষ্টা করুন পিক সিজনে সেই জায়গায় না যাওয়ার।

ভিসা

দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। ভিসা অন অ্যারাইভালের সুযোগ থাকলে আপনি লাকি। পাসপোর্টে উপযুক্ত ফাঁকা পৃষ্ঠা রয়েছে কি না দেখে রাখুন।

গ্যাজেটস

আনলকড মোবাইল ফোন ব্যবহার করুন, যাতে লোকাল সিমকার্ড ব্যবহার করতে পারেন। ওয়াইফাই ব্যবহার করতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক ট্র্যাভেল প্লাগ অ্যাডাপ্টার কিনে নিন। কারণ বিদেশের বিভিন্ন জায়গায় প্লাগ পয়েন্ট ভিন্ন ধরনের।

ডেবিট-ক্রেডিট কার্ড

এমন কার্ড ব্যবহার করুন, যাতে বিদেশে এটিএম ব্যবহার করলে আলাদা কোনো চার্জ না কাটে। কারেন্সি কনভারশন ফি না কাটে। অনেকগুলো জায়গায় যাওয়ার থাকলে ট্র্যাভেল মানিকার্ড ব্যবহার করুন এবং অবশ্যই নিজের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে জানিয়ে রাখুন, যাতে আন্তর্জাতিক ট্রানজাকশনে টাকা না কাটে।

ট্র্যাভেল বীমা

আপনার বেড়াতে যাওয়ার খরচের তুলনায় বীমার খরচ একেবারেই সামান্য। যদি বেড়াতে গিয়ে কোনো ধরনের মেডিকেল ইমার্জেন্সির মুখোমুখি হন, তবে দারুণ কাজে দেবে এই ট্র্যাভেল বীমা।

বিমানের টিকিট

ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটলেও নিজে একবার বিমানের ওয়েবসাইটে গিয়ে বিমানের টিকিটের দাম জেনে নিন। কারণ অনেক সময়ই ওয়েবসাইটে বিভিন্ন অফার থাকে।

থাকার জায়গা

যদি কোনো জায়গায় তিন দিনের বেশি থাকার পরিকল্পনা থাকে, তবে হোটেলের চেয়ে সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করুন। এতে রান্নাঘর ও লন্ড্রির কাজ নিজেরাই করে নিতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ দিক

বেড়াতে যাওয়ার আগে এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিন। আপনি কি রেন্টালে গাড়ি নিতে পারবেন? আপনার কাছে প্রয়োজনীয় গাড়ি চালানোর ডকুমেন্ট রয়েছে? পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের কোনো পাস রয়েছে? কীসে যাতায়াত করলে খরচ কম হবে, তা জেনে নিয়েছেন?

বিশেষ আকর্ষণ

বিদেশের অনেক জায়গার বিশেষ আকর্ষণীয় স্থানগুলো আগে থেকে বুকিং করে রাখলে অনেকটা ছাড় পাওয়া যায়। অনেক সময় টিকিট ও পাবলিক ট্রান্সপোর্টেও ছাড় মেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা