× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাধিভূমি নিয়ে হেরিটেজ ট্রাভেলার এলিজার তথ্যচিত্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ০০:৩৮ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১০:৫৪ এএম

সমাধিভূমি নিয়ে হেরিটেজ ট্রাভেলার এলিজার তথ্যচিত্র

বাংলাদেশের ৬৪ জেলার প্রায় সব কটিতেই রয়েছে খ্রিস্টান সমাধিস্থল। পুরো সিলেট বিভাগের বিভিন্ন বাগানে রয়েছে টি-প্ল্যান্টার্সদের সমাধি। এ ভূখণ্ডে যুগে যুগে পা পড়েছে ভিনদেশিদের। কোনো কোনো জাতিগোষ্ঠীর রয়েছে দীর্ঘ শাসন পরিক্রমা ও  ব্যবসা-বাণিজ্যের সংযুক্তি। বলার অপেক্ষা রাখে না, তাদের অনেককেই সমাহিত করা হয় এ দেশে। গড়ে ওঠে বিভিন্ন সমাধি ক্ষেত্র বাংলাদেশজুড়ে। হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী এবার টি-প্ল্যান্টার্সদের সমাধি নিয়ে নির্মাণ করলেন তথ্যচিত্র।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কনফারেন্স হলে এলিজা বিনতে এলাহীর ট্রাভেল তথ্যচিত্র 'টুমস : টি-প্ল্যান্টার্স সিমেট্রিজ ইন সিলেট'-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

৩০ মিনিটের তথ্যচিত্রের এ প্রিমিয়ার শোতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপপরিচালক রাহনুমা সালাম খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ, চা পরামর্শক সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির।

আমন্ত্রিত অতিথিদের সঙ্গে হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী

টি-প্ল্যান্টার্স সমাধির ওপর নির্মিত এ তথ্যচিত্রের প্রযোজক হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী। এ তথ্যচিত্রের কনসেপ্ট , স্ক্রিপ্ট ও গবেষণার কাজটিও তিনি করেছেন। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন এ আর এম নাসির।

তথ্যচিত্র :'টুমস : টি-প্ল্যান্টার্স সিমেট্রিজ ইন সিলেট'

এলিজা বলেন, এ গল্প কোনো গবেষণাধর্মী বিষয় নয়। আমি একজন ভ্রমণপ্রেমিক, বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ নিয়ে কাজ করছি ২০১৬ সাল থেকে। ৬৪ জেলা ভ্রমণ করতে গিয়ে যা কিছুর সন্ধান পেয়েছি সেগুলো স্মৃতিতে তুলে রাখার চেষ্টা করেছি লেখনী, গল্প, ফটোগ্রাফ আর তথ্যচিত্রের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় এটি ‘কোয়েস্ট এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’-এর চতুর্থ প্রযোজনা। হেরিটেজ ট্যুরিজম বিকাশে ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য সমাধিভূমিগুলোর প্রচার-প্রসারণ প্রয়োজন। সে উদ্দেশ্য মাথায় রেখেই নির্মিত হয়েছে ‘টুমস : টি-প্ল্যান্টার্স সিমেট্রিজ ইন সিলেট’।

২০২০ সালে এলিজা বিনতে এলাহী নির্মাণ করেছিলেন আরও দুটি তথ্যচিত্র। যার একটি ঢাকার প্রথম আকাশচারী জিনেট ভান তাসেলকে নিয়ে ‘ইন সার্চ অব জিনেট ভান তাসেল’। অন্যটি ‘আওয়ার রোড টু ফ্রিডম’। ২০২১ সালে তিনি নির্মাণ করেন জাপান ভ্রমণকারী প্রথম বাঙালি নারীকে নিয়ে  ‘হরিপ্রভা তাকেদা : এন আনসাং ট্রাভেলার অব বেঙ্গল

প্রবা/জিকে/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা