× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওরিয়ন ট্রেক উইথ নিশাত

মানাসলু অভিযানে নিশাত

প্রবা ভ্রমণ ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২ ১৩:৩৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২২ ১৫:২৫ পিএম

ছবি: মানাসলু অভিযান ও 'অরিয়ন ট্রেক উইথ নিশাত' ক্যাম্পেইনের পতাকা অর্পণ করা হয় পর্বতারোহী নিশাতের হাতে

ছবি: মানাসলু অভিযান ও 'অরিয়ন ট্রেক উইথ নিশাত' ক্যাম্পেইনের পতাকা অর্পণ করা হয় পর্বতারোহী নিশাতের হাতে

পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত 'মানাসলু' শৃঙ্গ। হিমালয়ে অবস্থিত এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার। এবার মানাসলু  পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন দেশের প্রথম নারী এভারেস্ট জয়ী পর্বতারোহী নিশাত মজুমদার। পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বত 'মানাসলু' শৃঙ্গ অভিযানের পতাকা অর্পণ উপলক্ষে শনিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে 'অভিযাত্রী'র উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, 'দেশের এভারেস্ট জয়ী প্রথম নারী পর্বতারোহী নিশাতকে দেখলে মনে হয় বাঙালি সাধারণ মেয়ে। ঘর থেকে রেব হন না। পরিবারের মধ্যে খুব সাধারণভাবেই জীবন কাটাচ্ছেন। অথচ কী দুঃসাহসী মানুষ! একের পর এক রোমাঞ্চকর অভিযান এবং কাজ করেন। অনেককে উৎসাহিত করেন।' শিক্ষামন্ত্রী আরও বলেন, 'নিশাতের কাছে থেকে অনুপ্রেরণা পেয়েই এবার তার সঙ্গে যোগ দিয়েছেন আরেক মেধাবী ও সাহসী নারী ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞা পারমিতা। আমরা চাই, তারা পর্বতে বাংলাদেশের পতাকা  ওড়াবেন। ফিরে এসে তাদের দুঃসাহসী অভিযানের গল্প শোনাবেন আমাদের।'

এর আগে লিখিত বক্তব্যে অভিযাত্রীর সংগঠক মির্জা জাকারিয়া বেগ বলেন, প্রথমবারের মতো একটি জাপানি দল ১৯৫৬ সালের ৯ মে সফলভাবে এটি আরোহণ করেন। বাংলাদেশের প্রথম এভারেস্ট আরোহী নারী নিশাত মজুমদার মানাসলু অভিযানের পরিকল্পনা করেছেন। এ আয়োজনে সার্বিক সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে ওরিয়ন। আমরা বিশ্বাস করি, ওরিয়ন বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ অবদান রাখছে অনুরূপভাবে নতুন প্রজন্মের মাঝে পর্বতারোহণ জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

নিশাত মজুমদার ও প্রজ্ঞা পারমিতা রায় সোমবার ২৯ আগস্ট নেপালের উদ্দেশে রওনা দেবেন। পরে কাঠমান্ডু থেকে পৌঁছাবেন মানাসলু পর্বতের পাদদেশে বেশিশাহার স্থানে। বেশিশাহার থেকে শুরু হবে ট্রেকিং। প্রজ্ঞা পারমিতা রায় ওই পর্বতের বেইজ ক্যাম্প পর্যন্ত আরোহণের মাধ্যমে তার যাত্রা শেষ করে দেশে ফিরে আসবেন এবং নিশাত মজুমদার মানাসলু পর্বতের শীর্ষবিন্দু স্পর্শ করতে এগিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে অভিযাত্রী ইনাম আল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, ওরিয়ন গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মো. আশফাকুল আলম প্রমুখ।

প্রবা/জিকে /এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা