× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেক ভ্রমণের নতুন সূচি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৪:২৩ পিএম

পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রিসোর্ট। ছবি সংগৃহীত

পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রিসোর্ট। ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট থেকে সাজেক পর্যটন কেন্দ্রে গাড়ি ছাড়ার  নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল থেকে নতুন সময়সূচি কার্যকর করা হয়। 

সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসীর রহমান চৌধুরীর পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানি উল রহমানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সাজেকের কটেজ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের যাওয়ার সময় সকাল ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং বিকালের সময় ৩টার পরিবর্তে ২টা নির্ধারণ করা হয়েছে।

সাজেকের অবস্থান রাঙামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেক সহজ। খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার, আর দীঘিনালা থেকে ৪০ কিলোমিটার। খাগড়াছড়ির সদর থেকে চাঁদের গাড়ি (স্থানীয় পরিবহন) করে দুই ঘণ্টার পথ। পাহাড়ি সড়কে পর্যটকদের নিরাপত্তায় সবসময় সেনাবাহিনী ও পুলিশের বিশেষ টহল দেখা যায়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) রুমানা আক্তার জানানা, শীতের কারণে রিসোর্ট ব্যবসায়ীদের আবেদন এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা