× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডোলমা খাং’ পর্বতশিখর জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ আয়োজিত

ভ্রমণ ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৭:৩৮ পিএম

আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ২৩:৪৮ পিএম

‘ডোলমা খাং’ পর্বতশিখর জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ আয়োজিত

আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-নেপাল সম্মিলিত অভিযানে হিমালয়ের ‘ডোলমা খাং’ পর্বতশিখর জয় উপলক্ষে পতাকা-প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হিমালয়ের ‘ডোলমা খাং’ পর্বতশিখর জয় উপলক্ষে আয়োজিত পতাকা-প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে এক বক্তব্যে  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আগামীতে বাংলাদেশের পুনর্জাগরণের নতুন অধ্যায়ের জন্য স্পোর্টসকে (ক্রীড়া) অন্যতম ক্ষেত্র হিসেবে গ্রহণ করা উচিত। স্পোর্টসের মাধ্যমে একটি জাতি বিশ্ব আসরে নতুনভাবে নিজেকে তুলে ধরতে পারে। স্পোর্টসকে রাষ্ট্রীয় পরিকল্পনার জায়গায় নিয়ে আসা খুব জরুরি।

পর্বতারোহী দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, তাঁরা যখন পর্বত জয় করেন, যে পর্বতই জয় করেন না কেন, তখন শুধু পর্বতই নয়, আমাদেরও জয় করেন।

বাংলাদেশ-নেপাল কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করার জন্য দুই দেশের ছয় পর্বতারোহী ‘ডোলমা খাং’ অভিযানে অংশ নেন। গত ১২ অক্টোবর দুই দেশের আট পর্বতারোহী ২১ হাজার ৪৪৩ ফুট উঁচু অভিজিত শিখর দোগারি হিমাল অভিযানে যান। কিন্তু ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় যাওয়ার পর বৈরী আবহাওয়ার কারণে অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা। তারপর ২৪ অক্টোবর ডোলমা খাং অভিযানের নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়। সে অনুযায়ী ২ নভেম্বর নেপাল সময় সকাল ৯টায় বাংলাদেশের চার পর্বতারোহী এম এ মুহিত, বাহলুল মজনু, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী এবং নেপালের দুই পর্বাতারোহী কিলু পেম্বা শেরপা ও নিমা নুরু শেরপা ‘ডোলমা খাং’ শীর্ষে আরোহণ করেন।

ডোলমা খাং জয়ে বাংলাদেশকে নেতৃত্ব প্রদানকারী পর্বতারোহী এম এ মুহিত বলেন, ‘আমরা রাত ১টায় অভিযান শুরু করি। সকাল ৯টায় চূড়ায় পৌঁছি।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন অ্যান্টার্কটিকা এবং সুমেরু অভিযাত্রী ইনাম আল হক। অভিযানের দুই সদস্য কাজী বাহলুল মজনু বিপ্লব এবং রিয়াসাদ সানভী তাদের পর্বত অভিযানের অভিজ্ঞতার কথা জানান সবাইকে। 

অভিযানটি যৌথভাবে পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ও ইমাজিন নেপাল এবং স্পনসর করেছে ইস্পাহানি টি লিমিটেড, স্কায়ার টয়লেট্রিজ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি বাংক লিমিটেড। বাংলাদেশ বিমান ২৫ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের বিমান টিকিট দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা