× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে আটকে পড়া পর্যটকের জন্য ইটাবের পক্ষ থেকে খাবারের আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৫ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৬ পিএম

সাজেকে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্টে বিনামূল্যে খাবারের আয়োজন করে ইটাব ছবি: সংগৃহিত

সাজেকে অবস্থিত বিভিন্ন রেস্টুরেন্টে বিনামূল্যে খাবারের আয়োজন করে ইটাব ছবি: সংগৃহিত

সাজেক আটকে পরা পর্যটক, সকল ড্রাইভার, রিসোর্ট-কটেজের স্টাফসহ প্রায় ৩০০০ মানুষের জন্য ভ্রমণ সংগঠন ইটাবের (ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) পক্ষ থেকে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতের খাবারের আয়োজন করে।

ইটাবের সভাপতি ইমরানুল আলম প্রতিদিনের বাংলাদেশকে জানান, সাজেকে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগের কথা ভেবে ইটাবের পক্ষ থেকে আমাদের এ আয়োজন। আমরা চেষ্টা করেছি পর্যটক ও স্থানীয় যারা আছেন তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে। 

মেঘরাজ কটেজ থেকে অধরা পর্যন্ত মনটানা রেষ্টুরেন্ট, সাজেক ইকো কটেজ থেকে জুম ঘর পর্যন্ত চিলে কোঠা রেষ্টুরেন্ট, রিল্যাক্স সাজেক টু পাহাড়িকা পর্যন্ত সেনি লুসাই রেষ্টুরেন্ট, ডিমোর টু সামপারী পর্যন্ত সেইম প্লেস রেষ্টুরেন্ট, রুইলুই কুইন টু ড্রীম সাজেক পর্যন্ত অরকেন রেষ্টুরেন্ট, রয়েল সাজেক থেকে রুইলুই হলিডে পর্যন্ত ইয়া রব রেষ্টুরেন্ট, রুনময় থেকে লারং পর্যন্ত জুম্মবী রেষ্টুরেন্টে গতকাল (২৩ সেপ্টেম্বর) রাতের খাবারের আয়োজন করা হয়। এ সময় গাড়ির ড্রাইভার এবং রিসোর্ট ম্যানেজারসহ স্টাফরা যে রেষ্টুরেন্টর আশেপাশে ছিল  তাদের জন্য সেখানে খাবারের ব্যবস্থা করা হয়। 

এদিকে প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো।উল্লেখ্য, খাগড়াছড়িতে গত ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে ৭২ ঘণ্টার সড়ক ও নৌ-পথ অবরোধের ফলে বাঘাইহাট জোনের আওতাধীন সাজেক এলাকায় প্রায় দেড় হাজার পর্যটক আটকে পড়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা