× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক নিষিদ্ধের বিল পাস যুক্তরাষ্ট্রে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪ ১৭:২৬ পিএম

টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। ছবি : সংগৃহীত

টিকটকের মূল প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স। ছবি : সংগৃহীত

ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এখন টিকটকের চীনা মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নয় মাসের মধ্যে তাদের যুক্তরাষ্ট্রে সব শেয়ার বিক্রি করে দিতে হবে। অন্যথায় জনপ্রিয় অ্যাপটি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেতে পারে। 

সিনেটে মঙ্গলবারের ভোটাভুটিতে বিলটির পক্ষে ৭৯টি ভোট পড়েছে। বিপক্ষে পড়েছে ১৮টি ভোট। 

বিলটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেস্কে যাবে। তিনি সই করলে তা আইনে পরিণত হবে। 

বাইডেন আগেই বলেছেন, বিলটি তার ডেস্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এটিতে স্বাক্ষর করে আইনে পরিণত করবেন তিনি।

শেষ পর্যন্ত তেমনটি হলে বাইটড্যান্সকে বাধ্যতামূলকভাবে টিকটক বিক্রির বিষয়ে চীনা কর্তৃপক্ষের অনুমোদন চাইতে হবে। যদিও তেমন কোনো কিছুর বিষয়ে ইতোমধ্যেই জোরালোভাবে বিরোধিতা করছে বেইজিং।

ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, ‘কয়েক বছর ধরে আমরা চীনা কমিউনিস্ট পার্টিকে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর একটিকে নিয়ন্ত্রণ করার সুযোগ দিয়েছি। কিন্তু এটি বিপজ্জনকভাবে অদূরদর্শী সিদ্ধান্ত ছিল।’

জনপ্রিয় ভিডিও শেয়ারিং এ অ্যাপটির বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী আছে। তবে এখন এর সঙ্গে চীনা সরকারের যোগসূত্র এবং এর ব্যবহারকারীদের তথ্য উপাত্তের নিরাপত্তা নিয়ে ক্রমশ প্রশ্ন উঠছে।

সূত্র : বিবিসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা