× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেলিকম খাতে স্মার্ট করনীতি প্রয়োজন : পলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ২২:১০ পিএম

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টেলিকম খাতের করনীতি নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টেলিকম খাতের করনীতি নিয়ে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ খাতের করনীতি স্মার্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘স্মার্ট ট্যাক্সেশন পলিসি ছাড়া আমাদের টেলিকম সেক্টরের কাঙ্ক্ষিত গ্রোথ বাধাগ্রস্ত হবে। টেলিকম খাতে যৌক্তিক পর্যায়ে যাতে করপোরেট ট্যাক্স থাকে তার জন্য উদ্যোগ নেওয়া হবে।’

এ বিষয়ে তিনি যত দ্রুত সম্ভব এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান।

রবিবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে টেলিকম খাতের করনীতি নিয়ে টেলিকম বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টিআরএনবি ও মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটব আয়োজিত ‘টেলিকম ট্যাক্সেশন ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেমিনারে বিশেষ আলোচক ছিলেন, বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। এ ছাড়া প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির, এমটবের সাবেক মহাসচিব টিআই নূরুল কবির, গ্রামীণ ফোনের সিইও ও এমটবের প্রেসিডেন্ট ইয়াসির আজমান, গ্রামীণ ফোনের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত, বাংলালিংকের ভারপ্রাপ্ত সিইও তৈমুর রহমান, রবির চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম প্রমুখ বক্তব্য দেন।

মোবাইল ফোন অপারেটরদের উদ্দেশে প্রতিমন্ত্রী পলক বলেন, ‘আপনারাই দেখিয়ে দিয়েছেন যদি আমরা ট্যাক্সেশন পলিসি রিফর্ম এবং ইমপ্রুভ করি তাহলে কীভাবে টেলিকম খাত একটা সমৃদ্ধ বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ রূপকল্প বিনির্মাণে সহায়তা করবে।’

প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ বলেন, ‘কর কাঠামোতে পরিবর্তন আনতে হলে এই ইকোসিস্টেমের সঙ্গে জড়িত সবাইকে নিয়ে বসতে হবে। আজকের আলোচনার সব কথা উড়িয়ে দেওয়া যাবে না। রিফর্ম করতেই হবে। টেলিকম খাতের টোটাল সিস্টেম রিভিউ করে আরও সিমপ্লিফাই করতে হবে।’

ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে জিরো সাম পলিসিতে কর কাঠামো ঢেলে সাজানো উচিত। স্বচ্ছতার মাধ্যমে এনবিআরকে টেলিকম খাতের কর নির্ধারণ করা উচিত।’

সেমিনারে টেলিকম খাতের ট্যাক্সেশন নিয়ে এই খাতের প্রতিবন্ধকতা তুলে ধরেন এমটব মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার। তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে জানান, ‘বিশ্বে সবচেয়ে বেশি কর দিতে হয় বাংলাদেশের মোবাইল অপারেটরদের। বিশ্বে মোবাইল ফোন খাতে গড়ে যেখানে করের পরিমাণ ২২ শতাংশ, সেখানে বাংলাদেশে দিতে হয় ৫১ শতাংশ।’

তিনি বলেন, ‘যদি সিম ও করপোরেট কর প্রত্যাহার এবং স্মার্টফোন ও ডেটা সহজলভ্য করা হয়, তবে দেশের জিডিপিতে মোবাইল ফোন খাত আরও অবদান রাখতে পারবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআরএনটি সভাপতি রাশেদ মেহেদী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এসএম মাসুদুজ্জামান রবিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা