কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪ ২১:০৩ পিএম
যৌথ সাইবার ড্রিলের আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকের ব্রিফিংয়ে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভারতের সহযোগিতায় ১২টি হাইটেক পার্কের কাজ চলছে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে পার্কগুলোতে কার্যক্রম শুরু হবে। সাইবার ড্রিলের মাধ্যমে দুই দেশের সাইবার জগৎ নিরাপদ হবে। পাশাপাশি সারা পৃথিবীর সাইবার জগৎ নিরাপদে একযোগে কাজ করতে পারবে।
ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বলেন, ‘‘জাতীয় উন্নয়নের জন্য আমাদের উভয় দেশেরই অত্যন্ত উচ্চাভিলাষী ডিজিটাল প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি রয়েছে। বাংলাদেশে ‘ডিজিটাল বাংলাদেশ’ ও ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ এবং ভারতে ‘ডিজিটাল ইন্ডিয়া’ অত্যন্ত উচ্চাভিলাষী প্রোগ্রাম। তাই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জাতীয় উন্নয়ন দৃষ্টিভঙ্গির জন্য একটি স্বাভাবিক সমন্বয় রয়েছে।’’