× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও শক্তিশালী এআই তৈরি করছে মেটা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৬ পিএম

২০২৪ সালের শুরুর দিকে এআইভিত্তিক নতুন ভাষা মডেল বাজারে আনতে কাজ করছে মেটা। ছবি: সংগৃহীত

২০২৪ সালের শুরুর দিকে এআইভিত্তিক নতুন ভাষা মডেল বাজারে আনতে কাজ করছে মেটা। ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল কোম্পানি মেটা একটি নতুন কৃত্রিম-বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরির জন্য কাজ করছে। মেটার প্রস্তাবিত নতুন এআই সিস্টেমটি ওপেনএআইয়ের মতোই শক্তিশালী হবে বলে জানিয়েছেন প্রজেক্ট সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। 

ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ আশা করছেন ২০২৪ সালের শুরুর দিকেই তাদের এআই মডেলটি প্রশিক্ষণ শুরু করতে পারবে। 

মেটার ‘এললামা২’ নামের আরেকটি এআইভিত্তিক ভাষা মডেল ইতোমধ্যে বাজারে আছে। গত জুলাইয়ে এটি বাজারে আনা হয়। এটা ওপেন সোর্সে রয়েছে। অর্থাৎ এটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত। এটা বিতরণ করা হয়েছে মাইক্রোসফটের ক্লাউড অজারের মাধ্যমে। 

ওপেনএআইয়ের ভাষা মডেল চ্যাটজিপিটি ও গুগলের বার্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল ‘এললামা২’র প্রাথমিক উদ্দেশ্য। কিন্তু মেটার নতুন এআই সিস্টেমটি এললামা২ এর চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী হবে। 

ওপেনএআই, গুগল ও মেটার তৈরি করা এআইভিত্তিক এসব ভাষা মডেল প্রচলিত সার্চ ইঞ্জিনগুলোর চেয়ে অনেক বেশি কার্যকর। এসব ভাষা মডেল কোনো বিষয়, যেমন জলবায়ুর ওপর চাহিদা অনুযায়ী কোনো রচনা তৈরি করে দিতে পারে। ইনপুট বা চাহিদা অনুযায়ী টেক্সট পাঠ ও বিশ্লেষণ করারও সক্ষমতা রয়েছে এআইভিত্তিক এসব ভাষা মডেলের। 

গত বছরের শেষের দিকে চ্যাট জিপিটি চালু হওয়ার পর থেকেই এআইয়ের দিকে ঝুকছে প্রযুক্তি কোম্পানিগুলো। 

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা