× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে ওয়াল্ট ডিজনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ০০:৪৮ এএম

বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যরা। ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ায় ওয়াল্ট ডিজনি স্টুডিওর বাইরে। ছবি : সংগৃহীত

বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা ও রাইটার্স গিল্ড অব আমেরিকার সদস্যরা। ৩১ জুলাই ক্যালিফোর্নিয়ায় ওয়াল্ট ডিজনি স্টুডিওর বাইরে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন কোম্পানি ওয়াল্ট ডিজনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন দিক খতিয়ে দেখতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে। চলতি বছরের শুরু থেকেই টাস্ক ফোর্সটি কাজ শুরু করেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে ও ব্যয় কমাতে কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে। 

সংশ্লিষ্ট তিন ব্যক্তির বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। তিন ব্যক্তিই নিশ্চিত করেছেন, কিছু এআই অ্যাপ তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ওয়াল্ট ডিজনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে অ্যাপগুলো ব্যবহার করবে। পাশাপাশি ডিজনির সঙ্গে যুক্ত স্টার্টআপ কোম্পানিগুলোও এসব অ্যাপ ব্যবহার করবে। 

রয়টার্স জানায়, ডিজনি যে এআই নিয়ে কাজ করছে তা তার একটি বিজ্ঞাপনেও স্পষ্ট। কোম্পানিটির সাম্প্রতিক এক চাকরির বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তায় অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিদের সিভি চাওয়া হয়েছে। ১১টি পোস্টে তাদের নিয়োগ দেওয়া হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক ব্যক্তি বলেন, ’ডিজনির মতো বড় বিখ্যাত কোম্পানিগুলোকে এআইয়ের মতো নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। নয়তো হারিয়ে যেতে হবে।’ 

বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘’ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ও ‘দ্য লিটল মারমেইড’-এর মতো চলচ্চিত্র মুক্তি দিতে ৩০ কোটি ডলারের মতো লাগতে পারে। কিন্তু এই অর্থ ফের পাওয়া দিনে দিনে কঠিন হচ্ছে। এই অবস্থায় ব্যয় কমাতে হবে। ব্যয় কমানোর সবচেয়ে ভালো উপায় এআইয়ের সহায়তা নেওয়া।’’ 

এদিকে বেতন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে হলিউডের লাখ লাখ লেখক, অভিনেতা-অভিনেত্রী কয়েক মাস ধরে ধর্মঘট করছেন। তাদের অন্যতম দাবি, সৃজনশীল কাজে এআইয়ের ব্যবহার কমাতে হবে। 

ডিজনির মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিনোদন কোম্পানি, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও স্টুডিও মালিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সন্তোষজনক কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরেই তারা ধর্মঘটে গেছেন। তাদের ধর্মঘট হলিউডকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। আর চলমান ধর্মঘটের মধ্যেই ওয়াল্ট ডিজনির এআই নিয়ে তৎপরতার কথা শোনা গেল। 

সূত্র : রয়টার্স


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা