× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গিকবেঞ্চে শাওমির নতুন ফোনের তথ্য প্রকাশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৫:৪২ পিএম

শাওমি ১২টি প্রো ড্যানিয়েল আশরাফ এডিশন। ছবি : সংগৃহীত

শাওমি ১২টি প্রো ড্যানিয়েল আশরাফ এডিশন। ছবি : সংগৃহীত

চীনের স্মার্টফোন ও গ্যাজেট নির্মাতা কোম্পানি শাওমি বিশ্ববাজারের জন্য ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোন শাওমি ১৩টি প্রো আনতে যাচ্ছে। এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও স্মার্টফোন সংক্রান্ত নির্ভরযোগ্য ওয়েবসাইট গিকবেঞ্চে এরই মধ্যে ফোনটির কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে।

সাইটটিতে বলা হয়েছে, আসন্ন ফোনটিতে প্রসেসর হিসেবে যুক্ত থাকবে মিডিয়াটেকের 'ডাইমেনসিটি ৯২০০প্লাস এসওসি' প্রসেসর। ৫১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।  উভয় ভ্যারিয়েন্টেই র‍্যাম থাকবে ১৬ জিবি। এ ছাড়া ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারির সঙ্গে থাকবে ৬৭ ওয়াটের ফাস্ট চার্জার। তবে ফোনটির ক্যামেরা ও ডিসপ্লে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।  

শুধু গিকবেঞ্চই নয়, আইএমডিএ সার্টিফিকেশন সাইটেও বলা হয়েছিল- খুব শীঘ্রই নতুন স্মার্টফোনটি উন্মেচিত হতে যাচ্ছে।   

এর আগে গত বছরের অক্টোবরে 'শাওমি ১২টি প্রো' বাজারে এনেছিল কোম্পানিটি। ফোনটি ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করে।এর মূল আকর্ষণ ছিল শক্তিশালী প্রসেসর, ফাস্ট চার্জিং ও ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছিল কোয়ালকমের ৪ ন্যানো মিটারের চিপসেট 'স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১'। সঙ্গে  ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার যুক্ত রয়েছে। এর ট্রিপল ক্যামেরা সেটআপের মূল লেন্সটি ২০০ মেগাপিক্সেলের।

 

সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা