× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেমারদের জন্য রেজরের নতুন ল্যাপটপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ জুন ২০২৩ ১৫:৪০ পিএম

গেমিং ল্যাপটপ হিসেবে নতুন এই সিরিজের ল্যাপটপের ওজন অনেক কম, মাত্র ৪.০৫ পাউন্ড। ছবি : রেজর

গেমিং ল্যাপটপ হিসেবে নতুন এই সিরিজের ল্যাপটপের ওজন অনেক কম, মাত্র ৪.০৫ পাউন্ড। ছবি : রেজর

গেমারদের কথা বিবেচনা করে সাধারণত ল্যাপটপ তৈরি করে রেজর। সবশেষ তাদের আনা নতুন ল্যাপটপ ‘ব্লেড ১৪’ সিরিজ এরই মধ্যে বাজারে চলে এসেছে। এ ল্যাপটপ সিরিজে যুক্ত করা হয়েছে শক্তিশালী জিপিইউ। ফলে গেমিং অভিজ্ঞতা হবে অসাধারণ।

যুক্তরাষ্ট্রের বাজারে যারা প্রিঅর্ডার করেছিলেন তাদেরকে গত মঙ্গলবার (২০ জুন) থেকে ডেলিভারি দেওয়া শুরু করেছে কোম্পানিটি।

এনভিডিয়ার ‘আরটিএক্স ৪০৬০’ জিপিইউ যুক্ত ভ্যারিয়েন্টটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাচ্ছে ২ হাজার ৩৯৯ ডলার এবং ‘আরটিএক্স ৪০৭০’ জিপিইউ যুক্ত ভ্যারিয়েন্টটির দাম ২ হাজার ৬৯৯ ডলার। দুইটি ভ্যারিয়েন্টেই ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম যুক্ত করা হয়েছে।

তবে ‘আরটিএক্স ৪০৭০’ জিপিইউ যুক্ত ভ্যারিয়েন্টটিতে ৩২ জিবি র‍্যামের আরেক ভ্যারিয়েন্ট রয়েছে। এখনও এই ভ্যারিয়েন্টের অর্ডার নেওয়া শুরু হয়নি। কবে নাগাদ বাজারে আসবে, তা জানায়নি রেজর।

ব্লেড ১৪-এর সব ভ্যারিয়েন্টের ল্যাপটপেই স্টোরেজ হিসেবে যুক্ত করা হয়েছে ১ টেরাবাইটের পিসিআই জেন-৪ স্টোরেজ। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যুক্ত করা হয়েছে ৮ কোর ও ১৬ থ্রেডের এএমডি রাইজান ৯ চিপসেট। যে প্রসেসরে ক্যাশ মেমোরি ২৪ মেগাবাইট।  

ল্যাপটপটির ১৪ ইঞ্চির স্ক্রিনে ব্যবহার করা হয়েছে কিউএইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ২৪০ হার্জ। সাধারণত যারা গেমার রয়েছেন, তাদের কাছে ডিসপ্লেতে ২৪০ হার্জ পাওয়াটা অনেকটা স্বপ্নের মতোই।

গেমিং ল্যাপটপ হিসেবে এই সিরিজের ল্যাপটপের ওজন অনেক কম। মাত্র ৪.০৫ পাউন্ড। এ ছাড়া ল্যাপটপটি অনেক পাতলা, পুরুত্ব মাত্র ০.৭১ ইঞ্চি।

 

সূত্র : দ্য ভার্জ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা