× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ হয়েছে হটবিট, প্রভাব পড়েছে ক্রিপ্টোতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৫:৫৪ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ২১:৫০ পিএম

ক্রিপ্টোকারেন্সির তালিকায় শীর্ষে থাকা সব মুদ্রাই দর হারিয়েছে। ছবি : সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সির তালিকায় শীর্ষে থাকা সব মুদ্রাই দর হারিয়েছে। ছবি : সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার ও বিনিময়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম হটবিট ব্যবসা গুটিয়ে নিয়েছে। গত রবিবার (২১ মে) পর্যন্ত গ্রাহকদের অর্থ তুলে নেওয়ার সময় দেয় প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ক্রিপ্টো জগতে গতবছরের এফটিএক্সের বিদায়ের স্মৃতি আবার ফিরে এসেছে। যদিও গত বছর এফটিএক্স গ্রাহকদের অর্থ উত্তোলনের কোনো সুযোগ দেয়নি। এ সংক্রান্ত মামলা যুক্তরাষ্ট্রের আদালতে বিচারাধীন রয়েছে। এদিকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি ও নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি), বিনিময় ও বেচাকেনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম বাইন্যান্স কানাডা থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। সাম্প্রতিক এ ঘটনাগুলোর প্রভাব সরাসরি পড়েছে ক্রিপ্টোকারেন্সির দরে।

কয়েন মার্কেট ক্যাপের তথ্যমতে এরই মধ্যে ক্রিপ্টোজগতের ফ্ল্যাগশিপ মুদ্রা বিটকয়েন ২৭ হাজার ডলারের নিচে নেমে এসেছে। গত এক সপ্তাহে মুদ্রাটির দাম কমেছে ৪.২২ শতাংশ। বর্তমানে এর মার্কেট ক্যাপিং ৫০ হাজার ৮০০ কোটি ডলার। যেখানে গত মাসেই বিটকয়েনের দাম ৩০ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। একই অবস্থা কয়েন মার্কেট ক্যাপে ক্রিপ্টোকারেন্সির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইথারিয়ামের দামও ১ হাজার ৮০০ ডলারের নিচে নেমে গেছে। বর্তমানে ইথারিয়ামের মার্কেট ক্যাপিং ২১ হাজার ৪০০ কোটি ডলার। এ ছাড়া বিএনবির দাম বৃহস্পতিবার (২৫ মে) ১.১৭ শতাংশ কমে ৩০৫ ডলারে নেমেছে  এবং এর মার্কেট ক্যাপিংও ১০ হাজার ডলারের নিচে নেমে এসেছে।  

এ ছাড়া মিমি কয়েন হিসেবে সবচেয়ে জনপ্রিয় ডজকয়েন গত কয়েকদিন যাবৎ দর হারিয়েই যাচ্ছে। ইনভেস্টিং.কমের হিসেবে বৃহস্পতিবার ধরে গত এক সপ্তাহে ডজকয়েনের দাম কমেছে ৪.৮৮ শতাংশ। ৭ সেন্ট দাম নিয়ে ডজকয়েন বর্তমানে ক্রিপ্টো তালিকায় ৮-এ রয়েছে। এতো দাম কমার পরেও ডজকয়েনের তালিকায় অষ্টম অবস্থান পুরো ক্রিপ্টো জগতের সামগ্রিক চিত্রই ফুটিয়ে তুলছে। একই সময়ে ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের সহধর্মিনী মেলানিয়া ট্রাম্পের এনএফটি প্রোজেক্টে চেইন হিসেবে ব্যবহৃত হয়ে আলোচনায় আসা সোলানা দর হারিয়েছে ৭.৫০ শতাংশ। এরপরেও ক্রিপ্টোকারেন্সি তালিকায় ১০ নাম্বারে রয়েছে সোলানা।  

এ ছাড়া শিবা ইনু, ফ্লকি ইনু, আকিতা ইনুর মতো মিমি কয়েনগুলোর দাম কমছেই। যদিও গতমাসে ইলন মাস্ক মজা করে নিজের কুকুর ফ্লকিকে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে ঘোষণা করলে ফ্লকির দাম নাটকীয়ভাবে বাড়তে থাকে। এ ছাড়া চলতি মাসে বাইন্যান্সে ফ্লকির লিস্টিং-এর ঘটনাতেও এক দফা দাম বাড়ে। যদিও বর্তমানে এর দাম এখন কমছেই। গত ৭ দিনে ফ্লকির দাম কমেছে ১১ শতাংশেরও বেশি।

চলতি মাসে পেপে কয়েন নামের একটি টোকেন ব্যাপক আলোড়ন তুললেও এখন এর দাম কমছেই। ক্রিপ্টো তালিকায় ৩৯ নম্বরে স্থান পাওয়া টোকেনটি বর্তমানে ৭৫ নম্বরে রয়েছে।

 

সূত্র : কয়েন মার্কেট ক্যাপ/হটবিট নিউজ/ইনভেস্টিং.কম 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা