× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১০:১৮ এএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১০:৫৫ এএম

গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মন্তব্য করেনি চীন। প্রতীকী ছবি

গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত মন্তব্য করেনি চীন। প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ থেকে শুরু করে পরিবহন খাতের মতো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। পশ্চিমের নানা দেশের গোয়েন্দা সংস্থা ও প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের এক যৌথ প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

বুধবার (২৪ মে) প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের ওপর নিয়মিতভাবে গুপ্তচরবৃত্তি করে। কিন্তু সম্প্রতি চীন যুক্তরাষ্ট্রের এমন কিছু অবকাঠামোয় গুপ্তচরবৃত্তি করেছে, যা অত্যন্ত স্পর্শকাতর।

চীন সম্প্রতি যুক্তরাষ্ট্রের যেসব অবকাঠামোয় গুপ্তচরবৃত্তি করেছে তার একটি সামরিক খাত। বেইজিংয়ের সরকারি একটি সংস্থা পশ্চিম প্যাসিফিকে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের একটি সামরিক ঘাঁটিতে গুপ্তচরবৃত্তি করেছে।

মাইক্রোসফটের দাবি, গুয়ামায় চীন যে গুপ্তচরবৃত্তি চালিয়েছে তা এতদূর বিস্তৃত যে, সহসা তার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের সাম্প্রতিক গুপ্তচরবৃত্তিতে যুক্তরাষ্ট্রের কতটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ঠিক জানা যায়নি।

তবে এ বিষয়ে কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ‍যুক্তরাজ্যকে নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। অন্যদিকে বিষয়টি আলাদা করে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)।

গুপ্তচরবৃত্তি সম্পর্কে জানতে ওয়াশিংটনের চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা