× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও মানতে হবে সমাজতান্ত্রিক মূল্যবোধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১১:৩৯ এএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৫:২২ পিএম

রয়টার্সের পরীক্ষায় দেখা গেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেছে আর্নি। ছবি : সংগৃহীত

রয়টার্সের পরীক্ষায় দেখা গেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেছে আর্নি। ছবি : সংগৃহীত

ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কিংবা গুগলের বার্ড, জেনারেটিভ এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিগুলো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে ভুল করছে, এমনটা প্রযুক্তিজগতে অজানা নয়। উভয় প্রতিষ্ঠানই বিষয়টি অস্বীকার করেনি, তারা জানিয়েছে ভুল কমিয়ে আনতে কাজ করছেন তাদের প্রযুক্তিবিদরা।

কিন্তু চীনা সার্চ জায়ান্ট বাইদু মঙ্গলবার (১৬ মে) বিশ্লেষকদের ফোনকলের জবাবে বলেছে, তাদের বানানো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে ভুল করবে না।

বাইদুর বানানো জেনারেটিভ এআই আর্নি চালু করার আগে চীন সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রয়টার্সের পরীক্ষায় দেখা গেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে চীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের বিষয়ে উত্তর দিতে অস্বীকার করেছে আর্নি।

চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক গত মাসে আর্নিবটের মতো জেনারেটিভ এআইচালিত সেবার ক্ষেত্রে খসড়া নীতিমালা উন্মোচন করেছে। সেখানে বলা হয়েছে, এ প্রযুক্তি থেকে জেনারেট হওয়া কনটেন্ট অবশ্যই দেশটির মূল সমাজতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে।

তবে বাইদুর প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন লির মতে, নতুন নীতিমালা তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, ২০ বছর ধরে চীনে সার্চ ইঞ্জিন সেবা পরিচালনা করছে বাইদু। চীনা সংস্কৃতি ও এর নিয়ন্ত্রক পরিবেশের সঙ্গে আমাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা