× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআইয়ের সাহায্যে পলকেই পাসওয়ার্ড হ্যাক করা যাবে : গবেষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৯:১৩ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নিমিষেই পাসওয়ার্ড হ্যাক করা যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নিমিষেই পাসওয়ার্ড হ্যাক করা যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জগতে সর্বশেষ বড় ধরনের ঘটনা। অত্যন্ত দ্রুতগতিতে প্রযুক্তিটির ব্যবহার বাড়ছে। অন্য দশটি উদ্ভাবনের মতো উপকারিতার পাশাপাশি এটার কিছু অপকারিতাও রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা একসময় এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে, এটির মাধ্যমে কোনো ব্যক্তির বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সহজেই হ্যাক করা যাবে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটালট্রেন্ডসের এক প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞদের শঙ্কা, ১ থেকে ৬০ ক্যারেক্টারের মধ্যে যেকোনো শক্তিশালী পাসওয়ার্ড হ্যাক করতে পারে এআই। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস করা ডাল-ভাত হয়ে দাঁড়াবে।

হোম সিকিউরিটি হিরোজের এক গবেষণায় দাবি করা হয়, সাধারণ পাসওয়ার্ডগুলোর ৮১ শতাংশই ১ মাসের মধ্যেই হ্যাক করা যাবে। এছাড়া ৭১ শতাংশ এক দিনের কম সময়ে, ৬৫ শতাংশ এক ঘণ্টার কম সময়ে এবং ৫১ শতাংশ এক মিনিটের কম সময়ে হ্যাক করতে পারবে এআই। 

গবেষণায় হোম সিকিউরিটি হিরোজের ‘পাসজেন’ নামের একটি এআই টুল ব্যবহার করে। গবেষণায় বলা হয়, যে সব পাসওয়ার্ড ১৮ ক্যারেক্টারের বেশি, সেগুলো বর্তমানে সুরক্ষিত। এই ধরনের পাসওয়ার্ড ক্র্যাক করতে পাসজেনের মতো এআই টুলের প্রায় ১০ মাসের বেশি সময় লাগবে। তাছাড়া যেসব পাসওয়ার্ড কোনো চিহ্ন, বড় হাতের ও ছোট হাতের অক্ষর এবং সংখ্যার মিশ্রণে তৈরি, সেগুলো ভাঙতে কয়েক যুগ সময় নেবে পাসজেন।

সূত্র : ডিজিটালট্রেন্ডস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা