× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘জিটি নিও ৫ এসই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১২:০৮ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১২:২৬ পিএম

‘জিটি নিও ৫ এসই’ ফোনটিতে সর্বোচ্চ স্টোরেজ থাকবে ১ টেরাবাইট পর্যন্ত। ছবি : রিয়েলমি/ওয়েবু

‘জিটি নিও ৫ এসই’ ফোনটিতে সর্বোচ্চ স্টোরেজ থাকবে ১ টেরাবাইট পর্যন্ত। ছবি : রিয়েলমি/ওয়েবু

স্মার্টফোন নির্মাতা কোম্পানি রিয়েলমি তাদের ‘জিটি নিও’ স্মার্টফোন সিরিজের  স্পেশাল এডিশন ‘রিয়েলমি জিটি নিও ৫ এসই’ ৩-এপ্রিল চীনে উন্মুক্ত করতে যাচ্ছে। রিয়েলমির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ফোনটিতে ৫ হাজার ৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াটের চার্জার যুক্ত করা হয়েছে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে রিয়েলমি আরও জানিয়েছে, ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের সেভেন প্লাস সিরিজের সব শেষ চিপসেট ‘স্ন্যাপড্রাগন সেভেন প্লাস টু এসওসি’। স্টোরেজ থাকছে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত। ৬.৭৪ ইঞ্চির ১.৫কে রেজল্যুশনের ফুলএইচডির ফ্ল্যাট ওএলইডির ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকছে ১৪৪ হার্জ। তবে আকার অনুযায়ী ফোনটি তুলনামূলক হালকাই হতে যাচ্ছে। এর ওজন ১৯৩.১ গ্রাম।

রিয়েলমি জিটি নিও ৫ স্পেশাল এডিশনের ফোনটিতে ব্যাক ক্যামেরায় থাকবে ট্রিপল লেন্সের সেটআপ। যেখানে যুক্ত থাকবে ৬৪ মেগাপিক্সেলের  ওমনিভিশন ক্যামেরা, যার অ্যাপার্চার হবে ১.৭৯। আল্ট্রা ওয়াইড লেন্স হিসেবে থাকছে ৮ মেগাপিক্সেলের লেন্স, যার সঙ্গে যুক্ত থাকবে সনি আইএমএক্স৩৫৫ সেন্সর। সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেলের লেন্স। এ ছাড়া ফ্রন্টে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।  


সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা