× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বাজারে মিডবাজেটের নতুন ফোন আনছে ওয়ানপ্লাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৫:৫২ পিএম

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট। ছবি : ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট। ছবি : ওয়ানপ্লাস

মিডবাজেটের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নর্ড সিরিজের পরবর্তি সংস্করণ ‘ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট’ ভারতের বাজারে ৪ এপ্রিল উন্মুক্ত করতে যাচ্ছে চীনের বিখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ানপ্লাস’।

এরই মধ্যে আসন্ন ফোনটির জন্য একটি টিজার পেজ উন্মুক্ত হয়েছে ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। সাইটে এরই মধ্যে ফোনটির রঙ, ধরণ ও গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। প্যাস্টেল লাইম ও ক্রোমাটিক গ্রে এই দুই রংয়ে পাওয়া যাবে ফোনটি। তবে ভারতের বাজারে ফোনটির দাম কত হতে পারে, সে বিষয়ে এখনও কোনো ধারণা দেওয়া হয়নি ওয়ানপ্লাসের পক্ষ থেকে।

ভারতের জনপ্রিয় টিপস্টার (অনলাইনে গ্যাজেট সম্পর্কিত তথ্য ফাঁসকারী) এক টুইটবার্তায় জানিয়েছেন, ভারতের বাজারে ফোনটির দাম ২১ হাজার ৯৯৯ রুপি হতে পারে।  

ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটেই বলা হয়েছে, নর্ড সিই ৩ লাইটে প্রসেসর হিসেবে যুক্ত থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি এসওসি চিপসেট। ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডপটরের সঙ্গে ফোনটিতে থাকছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। পুরো দিন চলার মতো চার্জ হতে সময় নেবে মাত্র ৩০ মিনিট।

এদিকে মোবাইলের স্পেসিফিকেশন প্রকাশকারী সাইট জিএসএমআরিনাতে জানানো হয়েছে, ৬.৭ ইঞ্চির ডিসপ্লের ফোনটি তুলনামূলক হালকা হতে যাচ্ছে। এটি মাত্র ১৯৫ গ্রামের। এটির প্লাস্টিক ফ্রেম ও ব্যাকের ফোনটিতে কোনো ভালোমানের কোনো গ্লাস প্রটেকশন থাকছে না। তাই ডিসপ্লের সুরক্ষায় ব্যবহারকারীকেই বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।

অ্যান্ড্রয়েড ১৩ নির্ভর ওয়ানপ্লাসের নিজস্ব কাস্টম অপারেটিং সিস্টেম ‘অক্সিজেন ওএস১৩’। ৬ ন্যানোমিটার অক্টাকোরের প্রসেসরটিতে জিপিউ থাকছে অ্যাড্রিনো ৬১৯। এটির ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জের ও ১০৮০*২৪১২ পিক্সেলের আইপিএস এলসিডি ডিসপ্লে।

ফোনটির ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা সেটআপ হবে ট্রিপল ক্যামেরার। এতে মূল ক্যামেরাটি হতে যাচ্ছে ১০৮ মেগাপিক্সেলের, ২৪ এমএম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের অ্যাপার্চার নামবে ১.৭ পর্যন্ত। আর দুইটি ২ মেগাপিক্সেলের মাইক্রোস্কোপিক ও ডেপথ লেন্স। সেলফি ক্যামেরায় থাকছে ১৬ মেগাপিক্সেলের লেন্স। এইচডিআর ও প্যানোরমা ছবিও তোলা যাবে সেলফি ক্যামেরা দিয়ে।

স্মার্টফোনটির স্টোরেজ ১২৮ জিবি ও র‍্যাম ৮ জিবি। এতে মাইক্রোএসডি কার্ড স্লট যুক্ত থাকছে। পাশাপাশি এতে যুক্ত থাকছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। তবে কোনো রেডিও থাকছে না। ফোনটিতে ডুয়েল সিম ব্যবহারের সুযোগ থাকবে। এতে ডিসপ্লের পাশে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত থাকছে।  

শুধু ওয়ানপ্লাসই নয় মিডরেঞ্জের ফোনগুলোর দিকে বিশেষ জোর দিচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানগুলোও। স্যামসাং সম্প্রতি তাদের নতুন ফোন ‘গ্যালাক্সি এ২৪’ বাজারে এনেছে। এ ছাড়া শাওমিও মিড বাজেটের নোট সিরিজের নতুন ফোন নিয়ে কাজ করছে।

 

সূত্র : ওয়ানপ্লাস/গ্যাজেটস ৩৬০/জিএসএমআরিনা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা