× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে সন্তানের ছবি পোস্ট দিলেও থাকবে নিষেধাজ্ঞার শঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ২৯ মার্চ ২০২৩ ১৪:৩০ পিএম

ফ্রান্সে আদালত চাইলে অভিভাবকদের সন্তানের ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিতে পারবে। ছবি : সংগৃহীত

ফ্রান্সে আদালত চাইলে অভিভাবকদের সন্তানের ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিতে পারবে। ছবি : সংগৃহীত

শিশু, কিশোরদেরও প্রাইভেসি দরকার। এমনকি তাদের বাবা-মায়েরাও তা লংঘন করা উচিত নয়। এই ইস্যুতে নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপের একটি দেশ।  

ফ্রান্সে বাবা মায়েরা এখন থেকে তাদের সন্তানদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। এ সংক্রান্ত একটি আইন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে এরই মধ্যে পাশ হয়েছে।

নতুন এই আইনের আওতায় আদালত চাইলে অভিভাবকদের সন্তানের ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিতে পারবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি দেওয়ার ক্ষেত্রে বিধি-নিষেধের আওতায় পিতা-মাতা উভয়ই যৌথভাবে পড়বেন। এমনকি একই ভুল বার বার করলে আদালত সন্তানের ছবি তোলারও অধিকার পিতামাতার থেকে কেড়ে নিতে পারবে।

পার্লামেন্টে এই আইনের প্রস্তাবের উত্থাপনকারী এমপি ব্রুনো স্টুডার বলেছেন, আইনটির মুখ্য উদ্দেশ্যই হলো তরুণদের দেখানো যে তাদের ভাবমূর্তির ওপর পিতামাতার একচেটিয়া অধিকার নেই।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে পিতামাতা সন্তানের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে এমন কীই বা ক্ষতি হতে পারে। বিষয়টি আসলে মোটা দাগে এতো সরল নয়।

আইনের প্রস্তাবনায় বলা হয়েছে, পিতামাতার তোলা ছবিগুলোর কারণে সন্তান স্কুলে বুলিংয়ের শিকার হতে পারে। এমনকি শিশু পর্নোগ্রাফিতেও এসব ছবি ব্যবহারের শঙ্কা রয়েছে। দেখা গেছে, নিষিদ্ধ শিশু পর্নোগ্রাফি ফোরামে ব্যবহৃত ছবিগুলোর ৫০ শতাংশই শিশুদের পিতামাতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

 

সূত্র :  ডেইলি মেইল 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা