× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল মেলায় দেশীয় প্রযুক্তির কৃত্রিম হাত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৫:২৮ পিএম

এখন পর্যন্ত ৩৩ জন পঙ্গু ব্যক্তি তাদের কাছ থেকে রোবোটিক হাতটি নিয়েছেন। ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত ৩৩ জন পঙ্গু ব্যক্তি তাদের কাছ থেকে রোবোটিক হাতটি নিয়েছেন। ছবি : সংগৃহীত

রাস্তাঘাটে, কলকারখানায় কাজ করতে গিয়ে অনেককেই পঙ্গুত্ব বরণ করতে হয়। বিশেষ করে যারা হাত হারান, তাদের নকল হাতগুলো কোনো কাজ করতে সক্ষম নয়। এবার ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২৩-এ এমন সব ব্যক্তির জন্য আশার আলো প্রদর্শনীর জন্য নিয়ে এসেছেন বেসরকারি এভিয়েশন কলেজের একদল শিক্ষার্থী।

তাদের প্রদর্শনীর জন্য আনা রোবোটিক হাত নার্ভের আলোকে সাড়া দিতে সক্ষম। এমন কি রোবোটিক হাত দিয়ে যার কোনো হাত নেই, তিনিও অনায়াসে কোনো কিছু ধরতে পারবেন, গ্লাস দিয়ে পানিও খেতে পারবেন। 

এ ছাড়া একজন মানুষকে যেন সাইবর্গের মতো দেখা না যায়, এর জন্য তারা নিয়ে এসেছেন সিলিকন গ্লাভস। এতে রোবোটিক হাতটিকে একটি সত্যিকারের হাতের মতোই লাগবে।

এরই মধ্যে এই প্রকল্প মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। মেলায় আসা একজন সফটওয়্যার প্রকৌশলীও জানিয়েছেন, এমন প্রযুক্তি নিয়ে দেশীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাজ তাকে অবাক করেছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, এরই মধ্যে তাদের এই কার্যক্রম স্টার্টআপ প্রতিষ্ঠান ‘রোবোলাইফ’ হিসেবে দাঁড়িয়ে গেছে। গুলশানে অফিসও নিয়েছেন। 

স্টার্টআপটির প্রতিষ্ঠাতা জয় বড়ুয়া লাবলু জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৩ জন পঙ্গু ব্যক্তি তাদের কাছ থেকে রোবোটিক হাতটি নিয়েছেন। শুধু নার্ভ কন্ট্রোলের হাত নয়, এ ছাড়া ভয়েস কন্ট্রোল, অটোকন্ট্রোল ও লেগ কন্ট্রোল হাতও তারা তৈরি করছেন।

তবে এ কথা মাথায় রাখতে হবে, জয়ের আনা এই হাত কোনোভাবে মানুষের হাতের বিকল্প নয়। কারণ এর ব্যবহার অত্যন্ত সীমিত। কিন্তু যারা দুর্ঘটনায় হাত হারিয়েছেন, তাদের জন্য এই হাত হারানো অতীতের কিছুটা হলেও ছোঁয়া দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা