× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ বছরে স্মার্টফোন দুনিয়ায় চমক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১১:৫৭ এএম

নতুন বছরে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি বেশ কিছু মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনও আসতে যাচ্ছে। ছবি : সংগৃহীত

নতুন বছরে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পাশাপাশি বেশ কিছু মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনও আসতে যাচ্ছে। ছবি : সংগৃহীত

ফোনপ্রেমীদের জন্য বছরজুড়েই থাকছে চমক। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং মোবাইল কোম্পানিগুলোর বাজার সংকুচিত হয়ে যাওয়ার পরও এ বছর প্রায় সব মোবাইল কোম্পানিই ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করতে যাচ্ছে। পাশাপাশি কিছু মিড বাজেট ফোনও আসতে যাচ্ছে। 

স্যামসাং এস২৩ আল্ট্রা : নতুন বছরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গুটিকয়েক ফোনের মধ্যে একটি স্যামসাং এস২৩ আল্ট্রা। বরাবরই কোম্পানিটির ফ্ল্যাগশিপ ফোনে ক্যামেরার দিকে জোর দেওয়া হয়। এবারেও এর ব্যতিক্রম হয়নি। গুঞ্জন রয়েছে, ক্যামেরাপ্রেমীদের লক্ষ রেখে ফোনটিতে যুক্ত করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফেব্রুয়ারি মাসে একই সঙ্গে এস২৩ ও এস২৩ প্লাসও উন্মুক্ত করার কথা রয়েছে।

আইফোন ১৫ সিরিজ : প্রতিবছরের মতো চলতি বছরেও অ্যাপলের আইফোন রিলিজ করা হবে। এবারের আইফোনের প্রধান চমক হচ্ছে, সম্ভবত প্রথমবারের মতো আইফোনে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা হবে। ইউরোপীয় ইউনিয়নে মোবাইল সংক্রান্ত এক আইনের বাধ্যবাধকতার কারণে টাইপ সি পোর্ট সংযুক্ত করতে এক অর্থে বাধ্য হচ্ছে অ্যাপল। তবে গ্লোবাল ভ্যারিয়েন্টে টাইপ সি থাকবে কি না, নিশ্চিত নয়। এতে চিপ হিসেবে থাকবে এ১৬ বায়োনিক চিপ। 

ওয়ান প্লাস ইলেভেন ফাইভজি : ওয়ান প্লাস ইলেভেন ফাইভজি এরই মধ্যে চীনের বাজারে চলে এসেছে। বলা হচ্ছে, ৭ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ করা হতে পারে। চীনা ভার্সনটির প্রসেসর হিসেবে যুক্ত করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২। ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং কেবল। ডিসপ্লে হিসেবে রয়েছে ১২০ হার্টজের এলটিপিও এমোলেড।

গুগল পিক্সেল : গুগল যদিও তার রিলিজের ধারাবাহিকতা বজায় রাখে। এবারও পিক্সেল ৭ সিরিজের সবচেয়ে সস্তা মডেল পিক্সেল ৭এ রিলিজ করার কথা। বলা হচ্ছে, পিক্সেল ৭ ও পিক্সেল ৭ প্রোতে ব্যবহৃত টেনসর জি২ প্রসেসরই পিক্সেল ৭এ-তে ব্যবহার করা হতে পারে। এ ছাড়া পিক্সেল ৮ লাইন আপও এ বছরে রিলিজ পাওয়ার কথা রয়েছে। 

স্যামসাং-এর ভাঁজ করা ফোন : ‘স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫’ এ বছর রিলিজ করার কথা রয়েছে। এটিই হতে যাচ্ছে জেড সিরিজের সবশেষ ফোন। সম্ভবত এর মূল ডিজাইনের কনসেপ্টে কোনো পরিবর্তন আসছে না। পাশাপাশি ছোট আকৃতির ভাঁজ করা ফোন ‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৫’-ও এ বছরেই বাজারে আসার কথা। বলা হচ্ছে, জেড ফ্লিপের নতুন ফোনে ব্যাটারি সক্ষমতা বাড়ানো হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা