× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটকয়েন ২৩ হাজার ডলারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১১:৪৩ এএম

চলতি বছরের শুরু থেকেই বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সিতে চাঙ্গাভাব বিরাজ করছে। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরু থেকেই বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সিতে চাঙ্গাভাব বিরাজ করছে। ছবি : সংগৃহীত

চলতি বছরের শুরু থেকেই ক্রিপ্টোকারেন্সিতে চাঙ্গাভাব বিরাজ করছে। এরই মধ্যে ফ্ল্যাগশিপ মুদ্রা বিটকয়েন ছাড়িয়ে গেছে ২৩ হাজার ডলার। ইথারিয়াম স্পর্শ করেছে ১ হাজার ৬০০ ডলার। নতুন বছরে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ। 

ইনভেস্টিং ডটকমের তথ্যানুসারে, এরই মধ্যে নতুন বছরের প্রথম মাস শেষ হওয়ার আগেই ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার। এর মধ্যে বিটকয়েনের মার্কেট ক্যাপ ৪৪০ বিলিয়ন ডলারের বেশি এবং ইথারিয়ামের মার্কেট ক্যাপ প্রায় ২০০ বিলিয়ন ডলার।

ইলন মাস্কের সমর্থন পাওয়া ডজকয়েনের মূল্য ৮ সেন্টের বেশি এবং এর মার্কেট ক্যাপ ১১ বিলিয়ন ডলারের ওপর। এ ছাড়া শিবা ইনু, ফ্লোকি ইনু ও আকিতা ইনুর মতো মিমকয়েনগুলোর দামও বাড়ছে। গত বছরের শেষদিকে প্রতিশ্রুত মুদ্রা হিসেবে পরিচিত সোলানার দাম ১০ ডলারের নিচে নেমে এসেছিল। এখন এর দাম ২৫ ডলার স্পর্শ করেছে। ৯ বিলিয়ন ডলারের বেশি মার্কেট ক্যাপ নিয়ে এর অবস্থান ক্রিপ্টো র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে।

গত বছরটি ক্রিপ্টো জগতের জন্য ছিল হতাশার। ক্রিপ্টোমুদ্রা লুনার দাম কমে যাওয়ায় অর্থ হারান এর পেছনে বিনিয়োগকারীরা। বিশ্বের অন্যতম ক্রিপ্টো কেনাবেচা ও বিনিময়ের প্ল্যাটফর্ম এফটিএক্স নিজেকে দেউলিয়া ঘোষণা করে। ফলে ক্রিপ্টোতে আস্থা হারাতে থাকেন বিনিয়োগকারীরা। এমনকি বিন্যান্সে রেকর্ড পরিমাণ অর্থ উত্তোলনের ঘটনাও ঘটে। তবে এ বছরে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির অবস্থান ইতিবাচক।

সূত্র : কয়েন মার্কেট ক্যাপ, ইনভেস্টিং ডটকম 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা