× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘এফটিএক্স’-এ অর্থ আটকে পড়াদের জন্য ওয়েবসাইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৪:৩৪ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৪:৪৬ পিএম

ম্যানহাটনের কোর্ট প্রাঙ্গণে স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

ম্যানহাটনের কোর্ট প্রাঙ্গণে স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

এফটিএক্সের কথিত জালিয়াতির শিকার হয়েছেন যারা, তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) এক আদেশে ম্যানহাটনের জেলা জজ লুইস কাপলান কেন্দ্রীয় তদন্তকারীদের ওয়েবসাইট ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। যাতে ভুক্তভোগীদের আর পৃথকভাবে যোগাযোগ করতে না হয়।

ধারণা করা হচ্ছে, ১০ লাখেরও বেশি গ্রাহক এফটিএক্সের কাছে অর্থ পায়। ফলে প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা প্রসিকিউটরদের পক্ষে সম্ভব না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনে অপরাধের শিকার হওয়াদের সঙ্গে যোগাযোগের আইনি বাধ্যবাধকতা রয়েছে। যাতে ভুক্তভোগীকে তাদের অধিকার সম্পর্কে অবহিত করা যায়, আদালতে শুনানির বিষয়ে দিক নির্দেশনা দেওয়া যায় এবং আসামিদের থেকে তাদের সুরক্ষিত রাখায় পদক্ষেপ নেওয়া যায়।

এরই মধ্যে লাইভ হওয়া ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘যদি আপনি বিশ্বাস করেন যে স্যামুয়েল ব্যাঙ্কম্যান-ফ্রাইড, এ/কে/এ/ ‘এসবিএফ’ থেকে প্রতারণার শিকার হয়েছেন, তাহলে অনুগ্রহপূর্বক যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিসে ভুক্তভোগী/সাক্ষী সমন্বয়কারীর সঙ্গে যোগাযোগ করুন।

সম্প্রতি দেউলিয়া হওয়া ক্রিপ্টোকারেন্সি বিনিময় ও কেনাবেচার প্ল্যাটফরম এফটিএক্সের প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড তার বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রতিষ্ঠানের রিস্ক ম্যানেজমেন্টে ত্রুটি ছিল বলে শিকার করেছিলেন তিনি।

এ ইস্যুতে গত বছরের শেষদিকে গ্রেপ্তারও হয়েছিলেন স্যাম। পরে ২৫ কোটি ডলারের বিনিময়ে জামিনে মুক্তি পান।

ম্যানহাটনের অ্যাটর্নির অফিস ও স্যামের আইনজীবীকে মন্তব্যের অনুরোধ করা হলেও কোনো পক্ষই সাড়া দেয়নি।

 

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা